এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির দেওয়াল লিখনে এবার নতুনত্ব, নতুন স্লোগানে তৃণমূলকে মত্ দিতে উঠেপড়ে লেগেছে গেরুয়ায় শিবির

বিজেপির দেওয়াল লিখনে এবার নতুনত্ব, নতুন স্লোগানে তৃণমূলকে মত্ দিতে উঠেপড়ে লেগেছে গেরুয়ায় শিবির


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাখির চোখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রাজ্যের ক্ষমতা দখল করে রাজ্যকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সম্প্রতি, বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে তুলেছে। আগামী নির্বাচনে রাজ্য জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বিজেপির নেতা নেত্রীরা। বিজেপি প্রার্থীদের এখনো পর্যন্ত নাম ঘোষণা না হলেও, দেয়াল লিখন শুরু করে দিলো বিজেপি। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল এ বিষয়ে বিজেপিকে গুরুত্ব দিতে একেবারেই নারাজ।

প্রসঙ্গত উত্তর ২৪ পরগনার হাবরা বিধানসভা এলাকায় বেশ কিছু স্থানে বিজেপি কর্মীরা দেয়াল লিখনের কাজ শুরু করে দিলেন। ফুটছে দেয়ালে দেয়ালে পদ্মফুল। সেই সঙ্গে একাধিক ছড়ার মাধ্যমে তুলে ধরা হচ্ছে শাসকদলের দুর্নীতিকে। দেওয়ালে লিখতে দেখা যাচ্ছে, ” দিদির পায়ে হাওয়াই চটি, ভাইপো কোটিপতি।” একাধিক ছোট ছোট ছড়ার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও অভিযোগকে তুলে ধরেছে বিজেপি শিবির। যে বিষয়টি একেবারেই নতুন।

তবে, এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন যে, এসব করে কোন লাভ হবে না। তিনি দেয়াল লিখন করতে বিজেপিকে বাধা না দেয়ার কথা জানালেন। তাঁর দাবি, তৃণমূল উত্তর ২৪ পরগনা জেলায় ৩৩ টি বিধানসভা আসনের মধ্যেই ৩৩ টি আসনেই জয়লাভ করবে। অর্থাৎ, তৃণমূল ৩৩/০ করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ ঘোষিত হয়নি। কিন্তু তার পূর্বেই প্রার্থীর নাম ছাড়াই দেয়াল লিখনের কাজ শুরু করল বিজেপি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সম্প্রতি বঙ্গ সফর করে গেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের আগে প্রতি মাসে তাঁদের বঙ্গ সফরে আসার কথা শোনা যাচ্ছে। তবে, রাজ্যতে যথেষ্ট শক্তিশালী শাসক দল তৃণমূল। তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিজেপিকে। এদিকে বিজেপি দলের জনসমর্থন বাড়াতে ‘চায় পে চর্চা’র মতো একাধিক জন সংযোগ মূলক কর্মসূচিকে বেছে নিয়েছে। মানুষকে কাছে পেতে নানাভাবে সচেষ্ট হয়েছে বিজেপি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!