এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির দলীয় ক্ষোভের আঁচ সর্বত্র, রাতেই কলকাতায় বৈঠক বিজেপির কোর কমিটির

বিজেপির দলীয় ক্ষোভের আঁচ সর্বত্র, রাতেই কলকাতায় বৈঠক বিজেপির কোর কমিটির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের বিক্ষোভ এই মুহূর্তে ব্যাপক আকার ধারণ করেছে। গতকালই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় কোন্দল। আর সেই কোন্দলের আঁচ এসে লেগেছে সরাসরি কলকাতায় বিজেপির হেস্টিংসের অফিসে। সেখানে ব্যাপক বিক্ষোভ দেখান গেরুয়া কর্মী ও সমর্থকরা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে তীব্র অস্বস্তির মুখে রাজ্য বিজেপি। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে আজকে রাতেই বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, বর্তমানে রাজ্য সফরে থাকা অমিত শাহ তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করেছেন ইতিমধ্যেই।

নিউটাউনের একটি হোটেলে সোমবার রাতে এই বৈঠক হওয়ার কথা। বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। তাঁরা রাতের মধ্যেই কলকাতা পৌঁছাচ্ছেন। অন্যদিকে অমিত শাহের সঙ্গে কলকাতা আসছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সোমবার ঝাড়গ্রাম এবং বাঁকুড়া হয়ে আসামে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেইমতো বাঁকুড়া থেকে তাঁর কলকাতা আসার কথা। কিন্তু মনে করা হচ্ছে, আসাম যাওয়ার আগে ইতিমধ্যে বাংলার পরিস্থিতি তাঁর কাছে পরিষ্কার। আর তাই তিনি নিউটাউনে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। প্রয়োজনে তিনি সফর বাতিল করতে পারেন বলে শোনা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার থেকে রাজ্যে রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল তিনি খড়্গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে একটি রোড শো করেন। আজকে তাঁর ঝাড়গ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু কপ্টার বিভ্রাটের কারণে তিনি ঝাড়গ্রাম পৌঁছাতে পারেননি। বাঁকুড়ার রানিবাঁধে অবশ্য তিনি একটি জনসভা করেন। তবে জল্পনা শোনা যাচ্ছে, ঝাড়গ্রামে গেরুয়া শিবিরের সভায় লোক জমেনি আর তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সফর বাতিল করেছেন। অন্যদিকে প্রার্থী তালিকা প্রকাশ হবার পর রাজ্য বিজেপির পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠেছে। এই অবস্থায় অমিত শাহ সমস্ত কর্মসূচির থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন আজকের বৈঠকে। রাজ্য বিজেপি কোর কমিটির সঙ্গে বৈঠক করে তিনি পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

গতকাল প্রার্থী তালিকায় লকেট চট্টোপাধ্যায়কে রাখার কারণে ইতিমধ্যেই হুগলি জেলার বিজেপি নেতা সুবীর নাগ দল ছাড়ার ঘোষণা করেছেন। অন্যদিকে সিঙুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার বিজেপি কর্মীরা। অন্যদিকে উত্তরপাড়ায় প্রবীর ঘোষের বিরুদ্ধে বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য ইতিমধ্যেই নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুরু করে দিয়েছেন। এছাড়া পাঁচলা, উদয়নারায়ণপুর, রায়দিঘিতে চলছে ব্যাপক বিক্ষোভ। একই সাথে শোভন বৈশাখীও দল ছেড়েছেন। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকের মাধ্যমে রাজ্য বিজেপির মনোবল বাড়ানোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপি কর্মীদের ক্ষোভ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করেন, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!