এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির এক ঝাঁক বিধায়ক ও সাংসদ যোগদান করবেন তৃণমূলে, দাবি হেভিওয়েট মন্ত্রীর, জল্পনা রাজ্যজুড়ে

বিজেপির এক ঝাঁক বিধায়ক ও সাংসদ যোগদান করবেন তৃণমূলে, দাবি হেভিওয়েট মন্ত্রীর, জল্পনা রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে ক্রমশ ভাঙ্গন দেখা দিচ্ছে। তৃণমূলের বেশকিছু হেভিওয়েট যোগদান করেছেন বিজেপিতে। একটা সময় তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক, সাংসদ, দল ছাড়বেন বলে দাবি করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর এই দাবি সেসময় অনেকে মেনে না নিলেও, পরবর্তীকালে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট যোগদান করেছেন বিজেপিতে। এই পরিস্থিতিতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন যে, বিজেপির ৭ জন সাংসদ ও ৫ জন বিধায়ক বিজেপি ছেড়ে আসতে চলেছেন তৃণমূলে। তাঁদের তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা মাত্র।

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন যে, আগামী মে মাসের ১তারিখ থেকে ৫ তারিখের মধ্যে বিজেপির একঝাঁক সাংসদ ও বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন। এ প্রসঙ্গে তিনি বেশ প্রত্যয়ের সঙ্গেই দাবি করেছেন। তবে, কিছুদিন আগেও এ ধরনের দাবি করতে দেখা গিয়েছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তবে, তেমন কোন ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। মন্ত্রীর এই দাবির পর তার জবাব দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এ প্রসঙ্গে জানিয়েছেন যে, তৃণমূলের একাধিক সাংসদ বিজেপিতে আসার চেষ্টা করছেন। যারা দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে সব ঠিক করে রেখেছেন। তবে, এখন দল ছেড়ে দিলে, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, এমন একটা আশঙ্কা রয়েছে। এ কারণে ভোট ঘোষণার পর আদর্শ আচরণ বিধি চালু হলে তাঁরা তৃণমূল ছেড়ে যোগদান করবেন বিজেপিতে। সাংসদ আরও জানিয়েছেন যে, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে সময় কথা বলেছেন, সে সময় রাজ্যে তৃণমূল সরকার আর ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে না।

প্রসঙ্গত, ইতিপূর্বেও এরকম দাবি করতে দেখা গিয়েছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সে সময় তাঁর দাবির সারবত্তা মেনে নেয়নি অনেকেই। তাঁর দাবির পর সে রকম কোন ঘটনাও ঘটতে দেখা যায়নি। উল্টে ভাঙ্গন ধরেছে তৃণমূলের। তবে হঠাৎ করে এমন দাবি, কেন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? এর উত্তরে একাধিক রাজনৈতিক বিশ্লেষক জানাচ্ছেন যে, বিজেপির উপর চাপ সৃষ্টি করতেই যে সমস্ত হেভিওয়েট তৃণমূল ছেড়ে চলে গেছেন, তাঁরা আবার তৃণমূলে ফিরে আসতে চলেছেন, এরকম একটি দাবি করা হয়ে থাকতে পারে।

আবার, এটাও বোঝানোর চেষ্টা হতে পারে যে, যারা বিজেপিতে চলে গেছেন, তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাই, তাঁরা আবার ফিরে আসবেন তৃণমূলে। আবার তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে যাবার জন্য যারা মনস্থির করেছেন, তাঁরাও চিন্তায় পড়বেন, এই ঘোষণার ফলে। তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, যারা একবার দল ছেড়ে চলে গেছেন তাঁদের আর দলে ফেরত নেওয়া হবে না। কিন্তু, এর মধ্যেই আবার বিজেপির দুজন বিধায়ক তৃণমূলে ফিরে আসতে পারেন বলে, জল্পনা শুরু হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!