এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির হেভিওয়েট সাংসদই শেষ করছেন দলকে? বিস্ফোরক অভিযোগ জানিয়ে একঝাঁক গেরুয়া নেতা তৃণমূলে!

বিজেপির হেভিওয়েট সাংসদই শেষ করছেন দলকে? বিস্ফোরক অভিযোগ জানিয়ে একঝাঁক গেরুয়া নেতা তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতিতে হঠাৎই অন্য ছবি দেখা যাচ্ছে। এতদিন পর্যন্ত বাংলায় দেখা যেত গেরুয়া শিবিরে দলে দলে যোগ দিচ্ছে তৃণমূল সহ অন্যান্য দলের নেতা-নেত্রীরা। কিন্তু হঠাৎই চিত্রনাট্যে বদল। একুশের বিধানসভা যখন বাংলার দরজায় কড়া নাড়ছে, তখন একের পর এক বিজেপি নেতা-কর্মীরা এবার তৃণমূলে যোগ দিচ্ছেন। সদ্যই তৃণমূলের ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য্য। যা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বলাই বাহুল্য এত বড় সাফল্যের পর বাঁকুড়ায় তৃণমূল শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অন্যদিকে যে জঙ্গলমহলে 2019 এর লোকসভা নির্বাচনের পর শাসক দল নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এবার সেই জঙ্গলমহলই আবার নিজেদের করে তুলতে শাসক শিবির থেকে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। আর তার জেরেই গত সপ্তাহে বাঁকুড়ায় বিধায়কের যোগদানের পর এবার বিজেপির প্রাক্তন জেলা সভাপতিসহ 15 জন শীর্ষ নেতা এবং শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে।

তৃণমূলে যোগদানের পরেই বাঁকুড়ার বিজেপি সাংসদের প্রতি নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন দলবদলকারীরা। এ প্রসঙ্গে বিজেপি নেতা অনিল ঘোষ যিনি তৃণমূলে ফিরে এসেছেন সদ্য, তিনি একগুচ্ছ অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি সাংসদ সুভাষ সরকারের দিকে। জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরাও দুই বিজেপি সাংসদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। সাথে জানিয়েছেন, বিজেপির শীর্ষ নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সঙ্গী হবে বলেই তৃণমূলে যোগ দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার এই দলবদলকে মোটেই গুরুত্ব দিতেই রাজি নন। তাঁর মতে, একই ব্যক্তিকে বারবার তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে। তিনি দাবী করেছেন বর্তমানে তৃণমূলের ভিত ক্রমশ আলগা হচ্ছে রাজ্যে। 2019 এর লোকসভা নির্বাচনের পর বাঁকুড়ার দুটি লোকসভার আসন দখল করেছিল বিজেপি। পরবর্তী সময়ে আরও চারটি পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। কিন্তু কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত পুনরুদ্ধার করার পর এবার তৃণমূল শুরু করেছে বিজেপিতে ভাঙন ধরানোর কাজ।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিজেপি থেকে যেভাবে সবাই দলবদল করছেন, তাতে বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব অন্যতম কারণ হিসেবে ধরা যেতেই পারে। তবে গেরুয়া শিবির প্রথম থেকেই 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে। রাজ্যের সাথে সাথে কেন্দ্রেরো লক্ষ্য বাংলার মসনদ। রাজনৈতিক মহলের একাংশের মতে, যেভাবে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরে ভাঙন চলছে, তা সামাল না দিলে আগামী দিনে গেরুয়া শিবির যে লক্ষ্যভ্রষ্ট হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!