এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির হেস্টিংসের অফিসে মুকুল রায়ের নামাঙ্কিত ঘরটির মালিকানা এখন কার হাতে? জেনে নিন

বিজেপির হেস্টিংসের অফিসে মুকুল রায়ের নামাঙ্কিত ঘরটির মালিকানা এখন কার হাতে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2017 সালে মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছিলেন। এরপর হেস্টিংসের অফিসে তাঁর জায়গা হয়েছিল নবম তলায়। কিন্তু বর্তমানে তিনি এখন আবার ফিরে এসেছেন প্রায় চার বছর পর তৃণমূলে। যথারীতি মুকুল রায়ের নামাঙ্কিত ঘর কার জিম্মায় যাবে, তা নিয়ে চলছিল চর্চা। নেমপ্লেট অনেকদিন আগেই সরিয়ে ফেলা হয়েছিল। আর এবার জানা গেল মুকুল রায়ের ঘরে বসতে চলেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্য এবং অরবিন্দ মেনন। প্রসঙ্গত মুকুল রায় বসতেন হেস্টিংসের অফিসের নবম তলায় 803 নম্বর ঘরে। মুকুল রায় দল ছেড়ে চলে যাবার পর এই ঘরে এতদিন তালা ঝুলছিল। তবে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছিল আগেই।

পাশাপাশি এতদিন পর্যন্ত মুকুল রায়ের ঘরটি কে ব্যবহার করবেন, তা নিয়ে জল্পনা চলছিল। আর এবার দেখা গেল, মুকুল রায়ের নেমপ্লেটের জায়গায় বসে গিয়েছে নতুন নেমপ্লেট আর সেখানেই দেখা যাচ্ছে, মুকুল রায়ের 803 নম্বর ঘর এখন থেকে অমিত মালব্য এবং অরবিন্দ মেননের। এই দুই কেন্দ্রীয় নেতা এই মুহূর্তে বঙ্গ বিজেপির সহকারী পর্যবেক্ষক। পাশাপাশি অমিত মালব্য বিজেপির আইটি সেলের যেমন সর্বভারতীয় সভাপতি তেমনি অন্যদিকে অরবিন্দ মেনন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে থেকেই হেস্টিংসের এই অফিসে আনাগোনা বাড়ে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায় হেস্টিংসের অফিসের অষ্টম তলায় রয়েছে বেশিরভাগ রাজ্য বিজেপি নেতাদের ঘর। এবং নবম তলায় রয়েছে কেন্দ্রীয় নেতাদের ঘর। যেখানে এতদিন বসতেন মুকুল রায়। নবম তলায় আরও একটি ভেতরের ঘরে মুকুল রায় বিশ্রাম নিতেন। মুকুল রায়ের দুটি ঘর আপাতত অমিত এবং অরবিন্দ মেননের বলে জানা যাচ্ছে। এতদিন ধরে তাঁরা অষ্টম তলার একটি ঘরে বসতেন। অন্যদিকে এতদিন অষ্টম তলায় বসতেন শুভেন্দু অধিকারীও। কিন্তু বিরোধীনেতা হওয়ার সাথে সাথে তিনি উঠে গেছেন নবম তলায়।

সেখানে 801 নম্বর ঘর এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত। সবমিলিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মুকুল রায়ের চলে যাবার পর তাঁর স্মৃতি আঁকড়ে না থেকে এবার আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছে গেরুয়া শিবিরে। সেক্ষেত্রে রাজ্য বিজেপি নেতাদের সাথে রয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতারাও। এই পরিস্থিতিতে মুকুল রায় যে কার্যত গেরুয়া শিবিরের কাছে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, সে কথা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!