এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিজেপির হয়ে কাজ করতে গিয়ে এই পরিস্থিতি” কমিশনকে বেনজির আক্রমণ মমতার!

“বিজেপির হয়ে কাজ করতে গিয়ে এই পরিস্থিতি” কমিশনকে বেনজির আক্রমণ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় যখন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে, তখন তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল, যাতে দুই দফার নির্বাচনে একসাথে সম্পন্ন করানো হয়। কেননা নির্বাচনের প্রচার চলার সময় অবাধে মিটিং, মিছিল এবং জনসংযোগ করার কারণে সেই ভাইরাস আরও বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে কেন প্রচার প্রক্রিয়ায় নির্বাচন কমিশন রাশ টানছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে কলকাতা হাইকোর্টকে।

স্বাভাবিক ভাবেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই দফার নির্বাচন কি এবার একদফায় করা হবে, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। আর এর মাঝেই বৃহস্পতিবার রাতে কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত রকম রোড শো এবং মিছিল বাতিল করে দেওয়া হল। তবে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তখনই বিজেপির কথামত নির্বাচন কমিশন কাজ করার কারণে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই নির্বাচনের দিন ঘোষণা করার পর থেকেই কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে। মাঝে বিভিন্ন দফার নির্বাচনে কমিশনের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর এবার সরাসরি বিজেপির কথামত নির্বাচন কমিশন কাজ করছে বলে করোনা পরিস্থিতিকে হাতিয়ার করে কমিশন ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে রীতিমত শোরগোল তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আসানসোল থেকে ভার্চুয়ালি জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে এই বিষয়ে সরব হতে দেখা যায় তাকে। তৃণমূল নেত্রী বলেন, “বিজেপির হয়ে কাজ করতে গিয়ে এই পরিস্থিতি তৈরি করা হল। বহুবার আবেদন করেছি, একদফায় বাকি নির্বাচন শেষ করার। কিন্তু কমিশন তাতে রাজি হয়নি। শেষ লগ্নে এসে গতকাল প্রচার বাতিল করা হল। এটা আগেও করা যেত।”

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে নিজের সংঘাতের রাস্তাকে বেছে নিলেন। এক্ষেত্রে করোনা ভাইরাস বৃদ্ধির জন্য কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট যে যথেষ্ট পরিমাণে দায়ী, তা নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী।

বিশ্লেষকরা বলছেন, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি বিজেপির সমঝোতার অভিযোগ তুলে বেনজির আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। যা ভোটের মরসুমে রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়াল বলেই দাবি করছেন একাংশ।

যেভাবে কমিশনকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সমঝোতার অভিযোগ করলেন, তাতে বিতর্ক যে ব্যাপক আকার নেবে, তা বলাই যায়। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!