এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাহের ‘মিশন একুশ’ চালু! তৃণমূলের ঘুম উড়িয়ে নাকের জলে, চোখের জলে করতে বাংলায় আসছেন বিশেষ নেতা

শাহের ‘মিশন একুশ’ চালু! তৃণমূলের ঘুম উড়িয়ে নাকের জলে, চোখের জলে করতে বাংলায় আসছেন বিশেষ নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ বিজেপির আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে অনেকটাই। আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে বাজিমাত করতে বিশেষ উদ্যোগ নিল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়। তবে এবার কৈলাস বিজয়বর্গীয়র সহযোগী রূপে বাংলায় আসতে চলেছেন বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্য। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে পরাস্ত করতে সমস্ত রকম প্রচেষ্টায় নামল বিজেপি।

প্রসঙ্গত বিহারে মহাজোটের সঙ্গে জোট টক্কর দিয়ে শেষমেস জয়লাভ করেছে এনডিএ জোট। বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে। তবে, বিজেপির বিধায়ক সংখ্যার জোরে রাজ্যের মূল ক্ষমতা থেকে যাচ্ছে বিজেপির হাতেই। এমনটাই বিশেষজ্ঞদের অনুমান। এবার বিহারের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ দখলে সচেষ্ট হল বিজেপি। বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও ভালো ফল লাভ করতে চলেছে বিজেপি।

প্রসঙ্গত আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে বঙ্গসফর করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে এসে বিজেপির নেতা কর্মীদের তিনি যেমন উজ্জীবিত করলেন, তেমনি আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূলকে বিশেষ বার্তা দিয়ে গেলেন তিনি। আবার, রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। এখনও তিনি এই পদে থাকছেন। তবে এখন থেকে তাঁর সহযোগী হতে চলেছেন বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্য। তিনি তাঁর সহযোগী হয়েই কাজ করবেন পশ্চিমবঙ্গে। অমিত মন্তব্যকে এই বিশেষ দায়িত্ব দিয়ে বড়োসড়ো বার্তা দিল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলে থাকেন রাজ্য তথা দেশে বিজেপির বাড়বাড়ন্তের পেছনে যথেষ্ট ভূমিকা গ্রহণ করে বিজেপির আইটি সেল। যার মাধ্যমে সহজেই দেশের যুবক যুবতীদের বিজেপির প্রতি আকৃষ্ট করা যায়। সেইসাথে প্রচারও বাড়ানো যায়। এবারে বিজেপির আইটি সেলে ঝড় তুলতে রাজ্যে আনা হচ্ছে বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্যকে। যার ফলে লাভবান হবার যথেষ্ট সম্ভাবনা আছে বিজেপির, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি করেছিল বিজেপি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে গিয়েছিলেন। সূত্রের খবর তিনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে মত দিয়েছিলেন। তবে এ প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, ” রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। তবে, রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপাল হিসেবে মতামত দিতে পারি না। সংবিধানে এ নিয়ে উল্লেখ রয়েছে ”।

অন্যদিকে রাজ্যপালের এই রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২ দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি প্রসঙ্গে তাঁর বক্তব্য, এরাজ্যে ৩৫৬ ধারা জারি করার আর প্রয়োজন হবে না। কারণ ততদিনে সরকার বদলে যাবে। এদিকে পশ্চিমবঙ্গ থেকে ২০০ টি বিধানসভা আসনের লক্ষমাত্রা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত শক্তি দিয়ে নির্বাচনে লড়বার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সেইসঙ্গে অমিত মালব্যকে রাজ্যে আনা হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলকে নাস্তানাবুদ করতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!