এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির আইটি সেলের বদান্যতায় মৃত বাম কর্মী মইদুল হয়ে গেলেন জঙ্গীদের সঙ্গে যোগাযোগকারী, বিতর্ক তুঙ্গে

বিজেপির আইটি সেলের বদান্যতায় মৃত বাম কর্মী মইদুল হয়ে গেলেন জঙ্গীদের সঙ্গে যোগাযোগকারী, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু নিয়ে। গত 11ই ফেব্রুয়ারী বাম যুব ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন ঘেরাও অভিযান করা হয়েছিল এবং এই অভিযানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। এই অভিযানে এসে আহত হন মইদুল এবং দুদিন হাসপাতালে থাকার পর তিনি মারা যান।

মইদুলের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। বামেদের দাবি, পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে মইদুল ইসলাম মারা গিয়েছে। সেই বতর্কের রেশ মিটতে না মিটতেই এবার নতুন বিতর্ক। মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দা বিজেপির আই টি সেলের কর্মীর হাতে পড়ে হয়ে গেলেন জঙ্গী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগকারী।

সূত্রের খবর, আলিপুরদুয়ারের বিজেপি আইটি সেলের কর্মী দিবাকর দেবনাথ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মইদুলকে জেএমবি জঙ্গি সংগঠনের কর্মী বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক সৃষ্টি করলো। বাম কর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুতে সাময়িকভাবে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বাম সংগঠনগুলি ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে। যদিও মইদুলের স্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি দেওয়া হয়েছে গতকাল। কিন্তু এর পরেই আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি বিজেপির আইটি সেলের এক কর্মী দিবাকর দেবনাথ সোশ্যাল মিডিয়ায় মৃত মইদুল সম্পর্কে পোষ্ট করে। সেখানে মইদুল জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে ওই কর্মী দাবি করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে তিনি আবার নিজের যুক্ত্র স্বপক্ষে এনআইএ রিপোর্টের কথা উল্লেখ করেছেন। যথারীতি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জেলার বাম নেতৃত্ব। ইতিমধ্যে ডিওয়াইএফআইয়ের জেলা কমিটি ঘটনার বিচার চেয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে। অবিলম্বে দিবাকর দেবনাথকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। বামেদের পাশাপাশি মৃত বাম কর্মীকে জঙ্গীদের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে বিরোধিতা করেছেন বিজেপি বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলি।

অন্যদিকে, মৃত বাম কর্মীকে এভাবে জঙ্গী তকমা দেওয়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে গেরুয়া শিবিরকে নিয়ে তীব্র সমালোচনা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত জেলা বিজেপি নেতৃত্ব কিংবা রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, বিজেপির আইটি সেলের পক্ষ থেকে প্রমাণ ছাড়া এধরনের খবর প্রকাশ করলে আখেরে গেরুয়া শিবিরকে চাপের মুখে পড়তে হবে। মৃত মইদুলকে নিয়ে যেভাবে বিজেপির আইটি সেলের কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, তাতে ক্ষোভ প্রকাশ করেছে সব মহলই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!