এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির আইটি সেল আদতে ‘দুর্বৃত্তের আখড়া’? হেভিওয়েট বিজেপি সাংসদের তোপে ঝড় গেরুয়া শিবিরে!

বিজেপির আইটি সেল আদতে ‘দুর্বৃত্তের আখড়া’? হেভিওয়েট বিজেপি সাংসদের তোপে ঝড় গেরুয়া শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির রাজ্যসভার সংসদ সুব্রহ্মণ্যম স্বামী সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যকলাপের তীব্র বিরোধিতা করেছেন। সাম্প্রতিক দেশজুড়ে ভয়াবহ করোনা সংক্রমণ কালে জয়েন্ট এন্ট্রান্স ও নিট ইউজি পরীক্ষা গ্রহণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। পূর্বে তিনি লাদাখ সীমান্তে চীন – ভারতের জমি বিবাদকে কেন্দ্র করে তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছিলেন। বহু বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের তথা শাসক দল বিজেপির সমালোচনা করেছিলেন। এবার বিজেপির আইটি সেলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। আইটি সেল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি জানান।

বিজেপির আইটি সেলএর বিরুদ্ধে বিষেদাগার করে তিনি জানালেন, বিজেপি আইটি সেল ‘দুর্বৃত্তের আখড়া’য় পরিণত হয়েছে। সেইসঙ্গে বিজেপি আইটি সেল শীর্ষ নেতৃত্ব বিজেপি নেতা অমিত মালব্যের অপসারণ দাবি করে তুলে তুলকালাম বাঁধলেন তিনি। সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে তিনি লিখলেন, ” বিজেপির IT cell দুর্বৃত্তদের আখড়া। আইটি সেলের কয়েকজন সদস্য ভুয়ো টুইট করে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে।” এতেই ক্ষান্ত হলেন না তিনি। আইটি সেলের বিরুদ্ধে তিনি আরও লেখেন, ” এখন যদি আমার অনুগামীরা পালটা ব্যক্তিগত স্তরে আক্রমণ করা শুরু করে, তার দায় আমার নয়। যেমন দলের দুর্বৃত্ত আইটি সেলের দায় বিজেপির নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির আইটি সেল এর বিরুদ্ধে স্বয়ং বিজেপি বিজেপির রাজ্যসভার সংসদের এই মন্তব্যে বিজেপি শিবিরে যথেষ্ট শোরগোল শুরু হয়। সাংসদ সুব্রমন্য স্বামিকে টুইট করে জনৈক বিজেপি সমর্থক বিজেপি আইটি সেল এর প্রতি এ ধরণের কটু মন্তব্য থেকে বিরত থাকার থাকার আবেদন জানান। জনৈক বিজেপি সমর্থকদের এই আবেদনের জবাবে বিজেপির রাজ্যসভার সাংসদ জানিয়েছেন, ” আমি উপেক্ষা করছি, কিন্তু বিজেপির উচিত আইটি সেলের দুর্বৃত্তদের বরখাস্ত করা। অমিত মালব্য বেলাগাম (Amit Malyaba) নোংরামি চালাচ্ছে।”

এভাবে বিজেপি আইটি সেল এর বিরুদ্ধে প্রচন্ড বিষেদাগার করার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডাকে বিজেপি আইটি সেলের অন্যায়ের ব্যাপারে অবিলম্বে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত বিজেপির আইটি সেলের বিরুদ্ধে বিরোধী শিবির একের পর এক অভিযোগ তুলেছে। এবার বিজেপির রাজ্যসভার সংসদ সুব্রহ্মণ্যম স্বামী বিরোধী শক্তির হাতে কেন্দ্র বিরোধীতার যে বিরাট অস্র তুলে দিলেন, সে বিষয়ে একমত বিভিন্ন রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!