এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির মুখ কি মিঠুন চক্রবর্তী? কৈলাসের কথায় বাড়ল জল্পনা!

বিজেপির মুখ কি মিঠুন চক্রবর্তী? কৈলাসের কথায় বাড়ল জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা দখলে বিজেপি যেদিন থেকে ব্রতী হয়েছে এবং উদ্যোগ নিতে শুরু করেছে, প্রায় সেদিন থেকেই তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির সঠিক কোনো মুখ নেই। তাই বাইরের নেতাদের নিয়ে এসে তারা বাংলা দখলের চেষ্টা করছে। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, সঠিক সময়েই প্রমাণ হয়ে যাবে বিজেপির মুখ কে। এমনকি বিজেপি শৃঙ্খলা পরায়ন দল।

তাই নির্বাচনে জয়লাভ করার পরেই তাদের মুখ্যমন্ত্রী মুখ ঠিক করা হয় বলে জানিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তবে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের পক্ষ থেকে এই মুখ্যমন্ত্রী মুখ নিয়ে গেরুয়া শিবিরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন বিশিষ্ট অভিনেতা তথা মহাগুরু হিসেবে পরিচিত মিঠুন চক্রবর্তী। আর তারপর থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে মিঠুন চক্রবর্তীকে মুখ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি? এবার সেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর তারপরই তাকে তারকা প্রচারক হিসেবে বিজেপি কাজে লাগাবে বলে নানা মহলে তরফে খবর আসতে শুরু করে। তবে একাংশ অবশ্য দাবি করেন, বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আগামী বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে কাজে লাগাতে পারে। আর এই পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তী কি নির্বাচনে দাঁড়াচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে দেখা যায় বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “দল যদি চায়, তাহলে সেক্ষেত্রে মিঠুনকে রাজি করাতে তার সঙ্গে কথা বলা হবে।” স্বাভাবিক ভাবেই বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক এই ধরনের মন্তব্য করায় এখন জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। বলা বাহুল্য, ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পরেই মিঠুন চক্রবর্তী নির্বাচনে দাঁড়াচ্ছেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে ব্রিগেডের মঞ্চ থেকেই মিঠুন চক্রবর্তী জানিয়ে দিয়েছিলেন, তিনি নির্বাচনী লড়াইয়ে আগ্রহী নন বরং মোদিজীর হাত শক্ত করতে চান।

স্বাভাবিক ভাবেই এরপর থেকেই তাকে নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্প্রতি তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা এবং নিরাপত্তা বলয় প্রদান করা হয়। আর এবার তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হতেই সেই প্রশ্নের উত্তরে জল্পনা ক্রমশ বাড়িয়ে দিলেন কেন্দ্রের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সব মিলিয়ে এখন মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!