এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির মুখ মিঠুন? কতটা চাপে তৃণমূল! মুখ খুললেন রাজ চক্রবর্তী

বিজেপির মুখ মিঠুন? কতটা চাপে তৃণমূল! মুখ খুললেন রাজ চক্রবর্তী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ব্রিগেডের সমাবেশ থেকে বিজেপির পতাকা নিজের হাতে তুলে নিয়েছেন সুপারস্টার তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর তারপর থেকেই আগামী বিধানসভা নির্বাচনে মিঠুন চক্রবর্তী বিজেপির মুখ বলে দাবি করতে শুরু করেছেন একাংশ। এমনকি সেই মিঠুন চক্রবর্তীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করার পর সেই জল্পনা আরও বাড়তে শুরু করে। স্বাভাবিক ভাবেই মিঠুন চক্রবর্তী যদি বিজেপির মুখ হয়, তাহলে তৃণমূলের পক্ষ থেকে এতদিন বিজেপির সঠিক মুখ নেই বলে যে কথা বলা হয়েছিল, তা অনেকটাই ভিত্তিহীন হয়ে যাবে বলেই মনে করছেন একাংশ।

পাশাপাশি তৃণমূলের যখন একাধিক চিত্রতারকা নির্বাচনে দাঁড়িয়েছেন, তখন মিঠুন চক্রবর্তী একা যদি বিজেপির হাল ধরেন, তাহলে অনেকেই চাপে পড়ে যাবেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে মুখ খুললেন বিশিষ্ট চিত্রপরিচালক তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। যেখানে মিঠুন চক্রবর্তী নির্বাচনে দাঁড়ালে ভালোই হবে বলে গোটা বিষয়টি স্বাগত জানালেন এই তৃণমূল প্রার্থী।

এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী বলেন, “দাদার জন্য আগাম শুভেচ্ছা রইল। ভোটে দাঁড়ালে ভালই হবে।” কিন্তু বিজেপির একাংশ তো দাবি করছেন, মিঠুন চক্রবর্তী তাদের মুখ! তাহলে প্রতিপক্ষ টিমে যদি এই সুপারস্টার মুখ্যমন্ত্রী মুখ হয়, তাহলে কি তৃণমূল চাপে পড়বে না? এদিন এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ জবাব দিয়েছেন এই তৃণমূল প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “যদি সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে তো মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্ন আসবে! মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়।” অর্থাৎ সুপারস্টার হলেও মিঠুন চক্রবর্তী কে যদি বিজেপি মুখ করে তাহলেও লাভের লাভ কিছুই হবে না বলে দাবি করে বসলেন এই হেভিওয়েট চিত্রপরিচালক তথা তৃণমূল প্রার্থী।

বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি মিঠুন চক্রবর্তী নির্বাচনে দাঁড়াতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছে। আর তারপরই সেই গুঞ্জন আরও বাড়তে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র একটি মন্তব্যে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর এবার এই বিষয়ে মুখ খুলে মিঠুন চক্রবর্তীকে নির্বাচনে দাঁড়ানোর জন্য স্বাগত জানালেও, মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ চক্রবর্তী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!