এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির নবান্ন অভিযান ঘিরে ক্রমশ উত্তাল রাজ্য! আটকাতে মরিয়া পুলিশকে তীব্র তোপ গেরুয়া শিবিরের

বিজেপির নবান্ন অভিযান ঘিরে ক্রমশ উত্তাল রাজ্য! আটকাতে মরিয়া পুলিশকে তীব্র তোপ গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে হুলুস্থুল কাণ্ড হবে, তা আগেই আশঙ্কা করা হয়েছিল। বৃহস্পতিবারের নবান্ন অভিযানের এখনও পর্যন্ত সূচনা হয়নি। তবে বেলা যত বাড়ছে, ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের জন্য নবান্ন স্যানিটাইজার হবে বলে বৃহস্পতি এবং শুক্রবার নবান্ন বন্ধের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অনেকে বলছেন, বিজেপির কর্মসূচিকে আটকাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তবে বিজেপি যে এই নবান্ন অভিযান থেকে কোনোমতেই সরে আসবে না, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় দিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করা হয়েছে। তবে বিজেপির এই নবান্ন অভিযান আটকাতে পুলিশের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও, তাকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েনি ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশের পক্ষ থেকে হাওড়া এবং কলকাতায় সব থেকে বেশি অশান্তির আশঙ্কা করে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে জলকামান। এছাড়াও সিসিটিভির ব্যবস্থা করে কোথায় কোন অশান্তি হচ্ছে, তা নজরদারি রাখছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বিজেপির এই নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা পরিকল্পনা করা হচ্ছে। তবে বিজেপিও দমবার পাত্র নয়। জানা গেছে, সকাল 11 টার সময় চার জায়গা থেকে বিজেপির এই নবান্ন অভিযান কর্মসূচির অংশ হিসেবে মিছিল শুরু হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে একটি মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। অপরটির কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং আরেকটি মিছিলের নেতৃত্ব দেবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। এছাড়াও আরও একটি মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। যার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বিজেপি নেতা সায়ন্তন বসুর।স্বভাবতই পুলিশের পক্ষ থেকে বিজেপির এই কর্মসূচিকে আটকানোর জন্য নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করলেও, এসব করে লাভের লাভ কিছুই হবে না বলে পাল্টা হুংকার ছেড়েছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে নেওয়া উদ্যোগকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, “ইতিমধ্যে পুলিশ বিজেপি কর্মীদের বাধা দিতে শুরু করেছে। ডানলপে বিজেপি কর্মীদের বেশ কয়েকটি গাড়ি আটকে দেওয়া হয়েছে। পুলিশ উর্দি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভৃত্যের কাজ করুক। সেটাই ভালো হবে।” অর্থাৎ বিজেপির এই নবান্ন অভিযান কর্মসূচির আগে যেভাবে পুলিশের পক্ষ থেকে তাকে ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে, তা নিয়ে মন্তব্য করতে গিয়ে পুলিশকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিলেন সৌমিত্র খাঁ।

তবে বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে যেভাবে বিজেপি এই নবান্ন অভিযান কর্মসূচিকে সফল করতে উঠেপড়ে লেগেছে, তাতে এই কর্মসূচিকে কেন্দ্র করে টালমাটাল পরিস্থিতি হয়ে যেতে পারে বাংলার প্রাণকেন্দ্র কলকাতাতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!