এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির নবান্ন অভিযানে পুলিশের হাতে মার খাওয়া নেতা-কর্মীদের জন্য বিশেষ উপহার সৌমিত্র খাঁর!

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের হাতে মার খাওয়া নেতা-কর্মীদের জন্য বিশেষ উপহার সৌমিত্র খাঁর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৮ ই অক্টোবরের দিনে বিজেপি নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করেছিল। তাদের এই কর্মসূচির ফলে হুলুস্থুল বেধে গিয়েছিল কলকাতা ও হাওড়ার রাজপথে। বিজেপির এই নবান্ন অভিযান রুখতে বিশেষভাবে তৎপর হয়েছিল পুলিশ। নবান্ন অভিযান কালে বিজেপির কর্মী-সমর্থকদের বাধা দিলে পুলিশের বিরুদ্ধে বিজেপির খন্ড যুদ্ধ শুরু হয়।বেশ কিছু স্থানে ব্যারিকেড ভেঙ্গে নবান্নের দিকে এগিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ করে চলে বিজেপি কর্মী-সমর্থকদের ইটবৃষ্টি। পুলিশ এর পাল্টা হিসেবে লাঠিচার্জ শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ বিজেপি কর্মী সমর্থকের রুখতে জলকামান ব্যবহার করে। এই জল কামানে রঙ্গিন জলের ব্যবহার নিয়ে যথেষ্ট বিতর্ক উঠেছিল। সেইসঙ্গে পুলিশের হাতে যথেষ্ট হেনস্তা সহ্য করতে হয়েছিল বিজেপির কর্মী সমর্থকদের।

পুলিশের হাতে ব্যাপকহারে লাঠির আঘাত খেতে হয়েছিল বিজেপির কর্মী সমর্থকদের। এর ফলে অনেকে আহত হয়ে পড়েছিলেন। একারণে পুলিশকে শাসকদল তৃণমূলের দলদাস বলে অভিযোগ করেছিলেন অনেকেই। এবার পুলিশের লাঠির আঘাতে জখম হওয়া বিজেপির কর্মী সমর্থকদের সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা নিল রাজ্য বিজেপির যুব মোর্চা। বিজেপির যুব মোর্চার এই সিদ্ধান্তের কথা জানান, রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এভাবেই পুলিশের লাঠির ঘায়ে আহত কর্মীদের মনোবল বাড়াতে বিজেপির যুব মোর্চার এই বিশেষ উদ্যোগ।

অন্যদিকে আগামী নভেম্বর মাসের শেষ দিকে উত্তরবঙ্গতে শাসক দল তৃণমূল বিরুদ্ধে তীব্র আন্দোলনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। প্রসঙ্গত গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে যথেষ্ট ভাল ফল করেছিল বিজেপি। দলের সাংগঠনিক শক্তিও উত্তরবঙ্গে অনেকটাই বৃদ্ধি করতে পেরেছে বিজেপি। তাই এবার উত্তরবঙ্গে সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র করার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। বিধানসভা ভোটের প্রাক্কালে নবান্ন অভিযান এর মত উত্তরকন্যা অভিযানের পরিকল্পনা নিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে স্থির করা হয়েছে যে, আগামী ২৪ সে কিংবা ২৫ সে নভেম্বর উত্তরকন্যা অভিযান করতে চলেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই পরিকল্পনার কথা জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপিকে উজ্জীবিত করতে পুজোর আগে একদিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এ সময় সাংগঠনিক বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে স্থির করা হয়েছিল যে, রাজ্যের উৎসবের মরসুম শেষ হলেই নবান্ন অভিযানের আদলে উত্তরকন্যা অভিযান করবে বিজেপি। প্রসঙ্গত আগামী নভেম্বর মাসে আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বঙ্গ সফরের কথা শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তাঁর সফর বাতিল করা হয়।

তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পরিবর্তে বাংলা সফরে এবারে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৫ ই ও ৬ ই নভেম্বর বঙ্গসফর করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে রাজ্য সভাপতি জানালেন যে, আগামী ৫ ই নভেম্বর মেদিনীপুর ও রাঢ়বঙ্গের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ৬ ই নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। এই জেলাগুলির বিজেপির সাংগঠনিক শীর্ষনেতারা এই বৈঠকে যোগদান করবেন।

প্রসঙ্গত আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল এই দুই বৈঠকে স্থির করা হবে বলে রাজনৈতিক মহলের মতামত। আবার উত্তরকন্যা অভিযানের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নির্দেশিকা বা সিদ্ধান্ত জানান কিনা সেদিকেই কৌতূহল রয়েছে বিজেপির কর্মী সমর্থকদের। সবকিছু নিয়েই উৎসবের মরসুমে টানটান উত্তেজনায় রাজ্য বিজেপি। একাধিক কর্মসূচির মধ্যে রাজ্যের শাসকদলের ঘুম ওড়াতে বিশেষ পদক্ষেপ নিলো বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!