এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির অন্যতম বর্ষীয়ান তথা রাজনৈতিক শক্তিধর বিধায়কই কি গেরুয়া শিবিরে ভাঙন ধরানোর অন্যতম কারিগর? জল্পনা তুঙ্গে

বিজেপির অন্যতম বর্ষীয়ান তথা রাজনৈতিক শক্তিধর বিধায়কই কি গেরুয়া শিবিরে ভাঙন ধরানোর অন্যতম কারিগর? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় একসময়ের তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেই পর্চিত ছিলেন। সেই মুকুল রায় 2017 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং তারপর মুকুল রায়ের হাত ধরে একে একে সেসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসেন অনেকেই। যার মধ্যে সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায় অন্যতম। ধীরে ধীরে মুকুল রায়ের নেতৃত্বে সেসময় রাজ্যে বিজেপি শক্তি সঞ্চয় করতে থাকে। ফলস্বরূপ, 2019 এর লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি 3 থেকে 18। এবং এই কৃতিত্বের শিরোপা রাজনৈতিক মহলের অনেকেই শুধুমাত্র মুকুল রায়কেই দিয়েছেন। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনের পর ঘটনাপ্রবাহ অন্যদিকে বইতে চলেছে বলে মত রাজনীতির কারবারিদের অনেকেরই।

সম্প্রতি মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে পৌঁছান হাসপাতলে বর্তমান তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে শুভ্রাংশুর সাথে তাঁর ভালোই কথা হয়। আর এই নিয়ে বর্তমানে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। বেশ কিছুদিন আগে থেকেই অবশ্য গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন মুকুল রায়। লোকসভা নির্বাচনের আগে এবং জয়ী বিধায়ক হবার পরেও মুকুল রায় দলের সাথে সেভাবে কোনো যোগাযোগ রাখেননি। অন্যদিকে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় বীজপুর থেকে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন। এরপর থেকে তিনিও দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়েছেন। এমনকি দলের আত্মসমালোচনার প্রয়োজন বলে বিতর্কিত মন্তব্যও করেন তিনি।

এই পরিস্থিতিতে এবার মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করলেন বিজেপির আরেক সাংসদ সৌমিত্র খাঁ। প্রসঙ্গত, এই সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগেই গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলে চলে এসেছিলেন। যদিও স্ত্রীর এভাবে বিজেপি ছেড়ে চলে যাওয়া স্বামী সৌমিত্র খাঁ ভালোভাবে নেননি। কিন্তু এবার সৌমিত্র খাঁ নিজেই বিষ্ণুপুরের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছেড়ে দেন। পাশাপাশি দিলীপ ঘোষের বৈঠকেও অনুপস্থিত থেকে সোজা কলকাতায় এসে ওইদিনই মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা বড় রাজনৈতিক জল্পনার সূত্রপাত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দুদিন আগেই মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপির আরেক সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত এই দুজনেই। এই মুহুর্তে জোর গুঞ্জন মুকুল রায় বিজেপি ছাড়ছে চলেছেন। এই অবস্থায় মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো সাংসদরাও কি তারই পথে হাঁটতে চলেছেন? এই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে। রাজনৈতিক মহলে অনেকেই বলতে শুরু করেছেন, মুকুল রায় যদি তৃণমূলের ফেরেন তাহলে বিজেপি থেকে অনেকেই হয়তো তাঁর সঙ্গে ফিরতে চলেছেন।

যার মধ্যে অন্যতম নাম হলো লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিকের মতন সাংসদরা, তবে মুকুল রায় কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোন কিছুই বলেননি। পাশাপাশি সৌমিত্র খাঁও জানিয়েছেন, তার বিজেপি ছাড়ার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। তবে মুখে যাই বলুন না কেন, বেশকিছু বিজেপি নেতার শারীরিক ভাষাই দল ছাড়ার জল্পনার সূত্রপাত করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত মনে করা হচ্ছে, মুকুল সহ অন্যান্যরা যদি দল ছাড়েন, তাহলে কার্যত চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়তে চলেছে গেরুয়া শিবির। তাই এখন মুকুলকে আটকাতে গেরুয়া শিবির কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!