এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির পাল্টা এবার তৃণমূলের অডিও ক্লিপিং, রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর

বিজেপির পাল্টা এবার তৃণমূলের অডিও ক্লিপিং, রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল ছিল রাজ্যে প্রথম দফার নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে দিনভর উত্তেজনা বজায় রইল। কোথাও ইভিএম মেশিনে হ্যাকিং, কোথাও তৃণমূল কর্মীদের ওপর হামলা, আবার কোথাও বিজেপি নেতার ওপর হামলা। সব মিলিয়ে শ্নিবারে ভোটের দিন মোটেই শান্তিপূর্ণ বলে অভিহিত করা যাচ্ছেনা বলে দাবি রাজনৈতিক মহলের অনেকেরই। এরই মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা প্রলয় পালের কথোপকথনের মাধ্যমে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপিং  বাইরে এসেছে। যদিও সেটি প্রিয় বন্ধু মিডিয়া এখনো যাচাই করে দেখেনি।

তবে শোনা যাচ্ছে, এই ক্লিপিং এর মাধ্যমে তৃণমূল নেত্রী বিধানসভা নির্বাচনে বিজেপি নেতার সহায়তা চাইছেন নন্দীগ্রামে। খুব স্বাভাবিকভাবে এ ধরনের অডিও ক্লিপিং রাজনীতিতে হইচই ফেলে দেয়। কিন্তু ঘটনার মোড় ঘোরে তারপর। কিছুক্ষণ আগে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা আরেকটি অডিও ক্লিপিং প্রকাশ করেন। সেটিও প্রিয় বন্ধু মিডিয়া এখনো যাচাই করে দেখেনি। তবে শোনা যাচ্ছে, এই অডিওতে মুকুল রায় এবং শিশির বাদোরিয়ার মধ্যে কথোপকথন হয়েছে এজেন্ট সংক্রান্ত। 30 টি আসনের বিধানসভা  নির্বাচন ভোটদান কার্য সম্পূর্ণ হয়েছে  , এমনিতেই সকাল থেকে উত্তেজনা ছিল মাত্রাছাড়া।

তারমধ্যে প্রকাশ পায় একটি অডিও ক্লিপিং যেখানে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিজেপি নেতাকে ফোন করে জয়ের জন্য সাহায্য চেয়েছেন। স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে এই অডিও ক্লিপিংটি নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক চাপানউতোর। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিজেপি নেতাকে ফোন করেনি, করেছিলেন দলের প্রাক্তন নেতাকে। প্রসঙ্গত, বিজেপি প্রকাশিত অডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে বিজেপি নেতা প্রলয় পালের সাথে কথা বলতে, যিনি কয়েক বছর আগে তৃণমূল থেকেই বিজেপিতে গিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংবাদিক সম্মেলন করে বিজেপির অডিও ক্লিপিং এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দোপাধ্যায়ের হয়েই বক্তব্য রাখেন হেভিওয়েট নেতারা। এবং সেখানে কুণাল ঘোষ ইঙ্গিত দেন, তাঁদের পক্ষ থেকেও এবার একটি অডিও ক্লিপিং প্রকাশিত হতে চলেছে। আর কিছুসময়ের পরেই তৃণমূল একটি পাল্টা অডিও ক্লিপ প্রকাশ করে। সূত্রের খবর, এই অডিও ক্লিপিংয়ে শোনা যাচ্ছে, দুই বিজেপি নেতা মুকুল রায় এবং শিশির বাদোরিয়ার কথোপকথন। আর সেখানেই মুকুল রায়কে বলতে শোনা গেছে, বিজেপি সমস্ত বুথে যেহেতু এজেন্ট দিতে পারছেনা তাই নির্বাচন কমিশনের কাছে যেন সুপারিশ করা হয় অন্য বুথের ভোটারও এবার যেন এজেন্ট থাকতে পারে।

এবং এরপর কাকতালীয়ভাবে নির্বাচন কমিশন তাঁদের নিয়ম পরিবর্তন করে ঘোষণা করে অন্য সদস্য এজেন্ট হতে পারবে। খুব স্বাভাবিকভাবেই নতুন অডিও ক্লিপটি নিয়ে বিতর্কও ইতিমধ্যেই তুঙ্গে। রাজনৈতিক মহলের অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনকে নিয়ে প্রথম থেকেই অবশ্য তৃণমূল যে দাবি করেছে তা কি সত্যি? প্রসঙ্গত প্রথম থেকেই নির্বাচন কমিশন গেরুয়া শিবিরের হয়ে কাজ করছে বলেই তৃণমূলের অভিযোগ ছিল। তৃণমূলের পক্ষ থেকে যে অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, তাতে কিন্তু সে দিকেই ইঙ্গিত করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্য রাজনীতি মুখর হয়ে থাকবে এই অডিও ক্লিপিং এর আলোচনায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!