এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় চাপানউতোর, পাল্টা তৃণমূলের দলীয় অফিস ভাংচুরের অভিযোগ !

বিজেপির পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনায় চাপানউতোর, পাল্টা তৃণমূলের দলীয় অফিস ভাংচুরের অভিযোগ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে যখন রাজ্যজুড়ে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিতে বর্ধমান শহরে বিজেপির এক পার্টি অফিসে আগুন লাগাবার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের এক পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠে এলো বিজেপির বিরুদ্ধে। দুই দলের দুই পার্টি অফিসে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। ঘটনার জেরে চলে পথ অবরোধ।

আজ সকালে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের শালবাগানে বিজেপির একটি মন্ডল কার্যালয়ে আগুন দেখতে পান স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোর প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের প্রতি। তাদের অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুস্কৃতীরাই বিজেপি এই পার্টি অফিসে আগুন লাগিয়েছে।

বর্ধমান শহরের শালবাগান থেকে নীলপুর বাজারে যাওয়ার রাস্তায় বিজেপির এই পার্টি অফিসটি অল্পদিন আগেই উদ্বোধন করা হয়েছিল। এই অফিসটি বিজেপির ১২ নম্বর ওয়ার্ডের ও বর্ধমান শহরের ১৩ নম্বর মণ্ডল কার্যালয়। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে যে, গতকাল শনিবার গভীর রাতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বিজেপির এই কার্যালয়তে। এতে প্রভূত ক্ষতি হয়েছে বিজেপির কার্যালয়ের। আগুনে পুড়ে গিয়েছে চেয়ার, টেবিল, ফ্লেক্স ও বেশকিছু আসবাবপত্র।

পার্টি অফিসে এভাবে আগুন লাগাবার ঘটনায় বিজেপির কর্মীরা এই রাস্তা অবরোধ করেন। বিজেপি কর্মীরা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন। জনৈক বিজেপি কর্মী পিঙ্কি সাহা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, এই ঘটনার বিহিত না হওয়া পর্যন্ত পথ অবরোধ জারি রাখবেন তারা। তবে, বিজেপির দিক থেকে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল নেতা অনন্ত পাল বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে, এই ঘটনার তদন্ত হোক। দোষীরা উপযুক্ত শাস্তি পাক। কিন্তু তৃণমূল এই ধরনের রাজনীতিতে কখনোই বিশ্বাস করে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তৃণমূলের এক পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আজ রবিবার সকালে বর্ধমান শহরের নিকটে জাতীয় সড়কের ধারে তৃণমূলের দলীয় কার্যালয়তে ভাঙচুর চালাবার অভিযোগ উঠল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার এ প্রসঙ্গে জানালেন যে, আজ সকালে তৃণমূলের দলীয় অফিসে দরজার কাঁচ ভাঙ্গা অবস্থায় দেখেছেন তাঁরা। তিনি জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, শহিদ বেদীর রড নষ্ট করে দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, বিজেপির নিজের লোক নেই, তাই বাইরে থেকে লোক এনে এসব ঝামেলা করছে তারা। এর প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব।

তবে, বিজেপি তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। পূর্ব বর্ধমান জেলা যুব বিজেপি সভাপতি শুভম নিয়োগী এ প্রসঙ্গে জানালেন যে, বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তিনি জানালেন তৃণমূলের অনেক গোষ্ঠী আছে, এছাড়া আছে দাদার অনুগামীরা। তাদের মধ্যে থেকে কেউ এ কাজ করে থাকতে পারেন। অন্যদিকে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু জানালেন যে, অশান্তি করার জন্য বিজেপি এই সমস্ত কাজ করছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করছে বিজেপি। তিনি জানালেন, এই সমস্ত কাজই দেখছে সাধারণ মানুষ।

আবার, বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগাবার ঘটনা সম্পর্কে তিনি জানালেন যে, বিজেপি দলের মধ্যে কোন নিয়ম শৃঙ্খলা নেই। যে যেখানে পারছে, সেখানেই করছে পার্টি অফিস। তারাই জানে কে আগুন ধরিয়েছে তাদের পার্টি অফিসে। দেবু টুডুর এই বক্তব্যের পরে পূর্ব বর্ধমান বিজেপি জেলা সভাপতি সঞ্জীব নন্দী জানালেন যে, এভাবে পার্টি অফিসে আগুন দিয়ে বিজেপিকে আটকে রাখা যাবেনা। তিনি জানিয়েছেন যে, জনগন ঠিক করে নিয়েছেন যে, আগামী দিনে তারা কি করতে চলেছেন। তাই এসব করছে শাসক দল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাংচুর সম্পর্কে তিনি জানালেন যে, দলে দাদা, দিদির অনুগামীদের মধ্যে ঝামেলা বেধেছে। এই গন্ডগোল থেকেই হয়তো ভাঙচুর চালানো হয়েছে পার্টি অফিসে। পার্টি অফিসের এই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!