এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার রাজ্যপালের ভাষণ বিরোধীতা নিয়ে মুখ খুললেন হেভিওয়েট কংগ্রেস নেতা, জল্পনার পারদ চড়ছে

এবার রাজ্যপালের ভাষণ বিরোধীতা নিয়ে মুখ খুললেন হেভিওয়েট কংগ্রেস নেতা, জল্পনার পারদ চড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণে ব্যাপক প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে যায় রাজ্যপাল নিজের ভাষণ সম্পূর্ণ করতে না পেরে বিধানসভা ছেড়ে চলে যান। কার্যত তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে নজিরবিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যে শূন্যে পৌঁছে যাওয়া আরেক বিরোধী দল কিন্তু এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিতে রাজি নয়। কথা হচ্ছে কংগ্রেসকে নিয়ে। গতকালের ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক সেসময় বিধানসভায় না থেকেও কংগ্রেস নেতা আব্দুল মান্নান করলেন চাঞ্চল্যকর উক্তি।

তিনি জানালেন, এই ঘটনা নজিরবিহীন নয়। এর আগেও বহুবার  বিধানসভায় এই পরিস্থিতি তৈরী হয়েছে। কার্যত যখন কংগ্রেস প্রধান বিরোধী দল ছিল কিংবা তৃণমূল যখন বিরোধী দলে ছিল, সে সময়ও একইভাবে রাজ্যপালের ভাষণের বিরোধিতা করা হতো। এক্ষেত্রে তিনি জানিয়েছেন, রাজ্যপাল কার্যত রাজ্য সরকারের কথাই বলেন এবং সেক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে নয়, বিরোধিতা করা হয় সরকারের বিরুদ্ধে। প্রসঙ্গত কংগ্রেস নেতা আব্দুল মান্নান গতকালের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করেছেন। তাঁর কথা অনুযায়ী রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা সংক্রান্ত যেমন কোন বার্তা নেই, সেরকমই কোন উন্নয়নের কথাও নেই, বেকার সমস্যার কথাও নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে মনে করা হচ্ছে, প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান কার্যত রাজ্যের অন্যতম প্রধান বিরোধীদল গেরুয়া শিবিরের অভিযোগকেই মান্যতা দিলেন। প্রসঙ্গত, গতকাল রাজ্যপাল দুপুর দুটোয় ভাষণ দেওয়া শুরু করার সাথে সাথেই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন ওয়েলসে নেমে ভোট-পরবর্তী হিংসার একাধিক পোস্টার এবং ছবি নিয়ে। যথারীতি রাজ্যপাল জগদীপ ধনকরকে থেমে যেতে হয়। এরপর আবারও যখন তিনি ভাষণ শুরু করেন সেসময়ও একইভাবে বিক্ষোভ অব্যাহত থাকে।

কোনরকমে রাজ্যপাল তাঁর ভাষণ শেষ করে তড়িঘড়ি বিধানসভা ছাড়েন। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে যেখানে রাজ্যে প্রদেশ কংগ্রেসের একাংশ তৃণমূলের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে আগ্রহী বলে শোনা যাচ্ছে, ঠিক সেসময় প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের নতুন করে রাজ্য রাজনীতিতে বক্তব্য বিতর্ক তৈরি করল। এখনো পর্যন্ত অবশ্য আব্দুল মান্নানের বক্তব্য নিয়ে কোনো রাজনৈতিক শিবির থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ নিয়ে যে জল্পনা বাড়বে, তা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!