এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দলে যোগদান, কি বক্তব্য তৃণমূল শিবিরের?

বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দলে যোগদান, কি বক্তব্য তৃণমূল শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী যশবন্ত সিনহা। তৃণমূলে যোগদান করেই বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যেভাবে ভাঙ্গন ঘটছে রাজ্যের শাসক দল তৃণমূলে, সে দিক থেকে বিচার করলে যশবন্ত সিনহার তৃণমূলে যোগদানকে উলটপুরানই বলা যেতে পারে। তাঁর তৃণমূলে যোগদানে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির।

যশবন্ত সিনহার তৃণমূলে যোগদানের পর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে, তৃণমূল দলে একজন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, তেমন যশবন্ত সিনহাও এলেন। তৃণমূলে যোগদান করলেন তিনি, তাঁরা অত্যন্ত গর্বিত। যশবন্ত সিনহা শুধু বিহারের মানুষ নন, তৃণমূল কংগ্রেসের পথ প্রদর্শক হিসেবে তিনি থাকবেন। সারা ভারতবর্ষের জন্য তাঁর অনেক অবদান আছে। জ্ঞান-বুদ্ধির পাশাপাশি তাঁর বিনম্রতা তাঁদের ভালো লাগে। আজকের দিনটি একটি গৌরবময় দিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সুব্রত মুখোপাধ্যায় আরও জানিয়েছেন যে, যশবন্ত সিনহার মত মানুষ এসে ধন্য করলেন তৃণমূলকে। তৃণমূল কংগ্রেসের পথ প্রদর্শক হিসেবে থাকবেন তিনি। সারা ভারতবর্ষে জুড়ে তৃণমূলের আদর্শ প্রচার করবেন তিনি। তাঁর নেতৃত্বে গোটা দেশে তৃণমূলের আদর্শ প্রতিষ্ঠা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর যৌথ পথপ্রদর্শনে এগিয়ে যাবে তৃণমূল। শুধু ভোটের রাজনীতি নয়, তাঁকে তাঁরা আন্তরিক ভাবে গ্রহণ করছেন। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারলেন না তিনি।

যশবন্ত সিনহাকে তৃণমূলে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, যতবার কঠিন পরিস্থিতি এসেছে, ততবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তিনি। আজও ৪৫ মিনিট ধরে তাঁদের কথা হয়েছে। যশবন্ত সিনহার মতো ব্যক্তিত্বর তৃণমূলে যোগদান দলে ইতিবাচক প্রভাব ফেলবে।

রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, তাই নতুন করে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার সম্ভাবনা নেই যশবন্ত সিনহাকে। বেশ কিছুটা সময় ধরে বিজেপিতে তিনি এক প্রকার ব্রাত্য ছিলেন। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন। বিজেপি তাঁকে রাজ্যসভায় মনোনীত করতেও রাজী হয়নি। হয়ত এ কারণেই তিনি যোগদান করেছেন তৃণমূল। দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে দেওয়ায়, যে শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যতা ভরাট করতেই তৃণমূল তাঁকে দলে নিয়েছে, বলে অনেকের অভিমত। তবে সর্বভারতীয় রাজনীতিতে তাঁর প্রাসঙ্গিকতা আগের মত এখন আর নেই বলেই, মতামত বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!