বিজেপির রাজ্য সভাপতি পদে আসতে চলেছে বদল! প্রকাশ্যে সম্ভাব্য দিনক্ষণ! বিজেপি রাজনীতি রাজ্য April 25, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে গেরুয়া শিবিরের অন্দরে। একের পর এক নির্বাচনে পরাজয় থেকে শুরু করে দলীয় স্তরে বিদ্রোহ, সুকান্তবাবুর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। আর এই পরিস্থিতিতে এবার সেই বিজেপির রাজ্য সভাপতি পদে বড়সড় বদল আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। যেখানে পুজোর আগেই রাজ্য সভাপতি থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া হতে পারে বলে খবর। সূত্রের খবর, রাজ্য বিজেপির একাংশ সুকান্ত মজুমদারের ওপর আস্থা রাখতে পারছেন না। বারবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারা তাদের অভিযোগ পৌঁছে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বও রাজ্য বিজেপির ওপর খুব একটা সন্তুষ্ট নয়। তাই সবদিক বিবেচনা করে পুজোর আগেই রাজ্য বিজেপি সভাপতি থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে অন্য কাউকে বসানো হতে পারে। অনেকে বলছেন, স্বচ্ছ ভাবমূর্তি হলেও সুকান্ত মজুমদার দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব নন। তাই তাকে মাথায় রেখে রাজ্য বিজেপি আগামী লোকসভা নির্বাচনে বাংলায় কতটা ভালো ফল করতে পারবে, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। ফলে সময় থাকতেই এই ব্যাপারে নড়েচড়ে বসতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -