এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির রোড শো চলাকালীন তৃণমূল ও বিজেপির সংঘর্ষে তীব্র উত্তেজনা বর্ধমান এলাকায়, পুলিশি টহল অব্যাহত

বিজেপির রোড শো চলাকালীন তৃণমূল ও বিজেপির সংঘর্ষে তীব্র উত্তেজনা বর্ধমান এলাকায়, পুলিশি টহল অব্যাহত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকে শেষ পর্যন্ত একের পর এক রক্তাক্ত ঘটনা ঘটে চলেছে। আবারও ধুন্ধুমার রাজনৈতিক সংঘর্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে। এবং ঘটনাস্থল বর্ধমানের রসিকপুর মোড়।  বর্ধমানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে একটি রোড শো করেন। আর এই রোড শো ঘিরেই ধুন্ধুমার কাণ্ড শুরু হয় বর্ধমানে।

সূত্রের খবর, মঙ্গলবার বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থীকে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের রোড শো হচ্ছিল বর্ধমানের পাওয়ার হাউজ পাড়া থেকে পার্ক  সার্কাস মোড় পর্যন্ত। রসিকপুর মোড়ের কাছে যখন মিছিলটি পৌঁছায়, তখন বিজেপির দাবি তাঁদের মিছিলে ইঁটবৃষ্টি করা হয় এমনকি দিলীপ ঘোষকে কালোপতাকাও দেখানো হয়। এবং এই পুরো ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। ইঁটবৃষ্টির মধ্যেই দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উভয় পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। বিজেপির সাধারণ সম্পাদক শ্যামল রায় জখম হয়েছেন দুই দলের সংঘর্ষে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির রোড শো থেকে তৃণমূলের একটি ফেস্টুন রাস্তায় পড়লে ছিঁড়ে দেওয়া হয়। তারই প্রতিবাদ করে স্থানীয় তৃণমূল সমর্থকরা। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় প্রথমে। আর তারপরে এই কথা কাটাকাটি ব্যাপক আকার ধারণ করে শুরু হয় হাতাহাতি। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী।

প্রশ্ন উঠেছে রোড শোতে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও কিভাবে এত বড় ঘটনা ঘটলো। এবারের নির্বাচনে শান্তি বজায় রাখার জন্য রেকর্ডসংখ্যক কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। তাহলে সেই শান্তি বজায় রাখার দায়িত্ব তাঁরা কি ঠিকভাবে পালন করতে পারছে না? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের সর্বত্র। আপাতত এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা এখনো বর্তমান। তৃণমূলের বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রসিকপুর মোড়। আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবিতে মুখর দুই পক্ষই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!