এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সাধের মতুয়া ভোট কেড়ে নিতে মহাচমক মুখ্যমন্ত্রীর, শাহের সফরের আগেই করলেন বড়সড় ঘোষণা!

বিজেপির সাধের মতুয়া ভোট কেড়ে নিতে মহাচমক মুখ্যমন্ত্রীর, শাহের সফরের আগেই করলেন বড়সড় ঘোষণা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারের সফরে তিনি মতুয়া বাড়িতে থাকবেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসার কিছু আগে আজ বুধবার বিকেলে নবান্ন থেকে মতুয়াদের জন্য বেশকিছু উন্নয়ন ও উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের জন্য মতুয়া উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা করলেন। ডোকরা ও ছৌ শিল্পীদেরকে তিনি স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত করা হবে বলে জানালেন। তিনি জানালেন যে, স্বাস্থসাথীর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিসেবা পাবেন তাঁরা। আবার, কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে নিয়ে ২ লক্ষ মানুষকে বাইকের জন্য ঋণ প্রদানের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আজ বুধবার নবান্নে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে তপশিলি, বাগদি, বাউরি, মতুয়া সহ বেশকিছু সম্প্রদায়ের প্রতিনিধিদের। নবান্নের এই বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা করলেন। উন্নয়ন পর্ষদ গঠনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন তিনি। আবার তপশিলি উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ করা হল ৫ কোটি টাকা। নদীয়া জেলায় মতুয়া গোষ্ঠীর আবেদন অনুযায়ী ২ টি এম্বুলেন্স দান করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

আবার তফশিলি, বাগদী, বাউরি সহ বিভিন্ন সম্প্রদায়ের বেশকিছু উদ্বাস্তু মানুষের হাতে জমির পাট্টা তুলে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাস জানালেন। আরও ১.২৫ লক্ষ মানুষের হাতে কয়েকটি ভাগে জমির পাট্টা তুলে দেওয়া হবে বলে তিনি জানান। বৈঠকে সংশ্লিষ্ট উপজাতির মানুষদের সমস্যার বিষয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি সমস্যা সমাধানেরও আশ্বাস দিলেন। বেকার ২ লক্ষ যুবকদের বাইক কিনতে ঋণ দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানালেন
মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন নবান্নের এই বৈঠকে সরাসরি নাম না করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরকে কটাক্ষ করে তিনি জানালেন যে, সম্প্রতি নতুন অনেকেই এসেছেন। কিন্তু তিনি অনেকদিন ধরেই মতুয়াদের সঙ্গে আছেন। মতুয়াদের পাশে তিনি রয়েছেন। বড়মার চিকিৎসা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। যোগাযোগ সূত্রেই মমতা বালা ঠাকুরের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।

নবান্নের এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, কাস্ট সার্টিফিকেট পাওয়া এখন অনেকটা সহজ করে দেয়া হবে। এই বিষয়ে আর হেনস্থায় পড়তে হবে না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান যে, এখন থেকে পরিবারের যে কোনো একজনের যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে পরিবারের বাকিরাও এরজন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর দু থেকে চার সপ্তাহের মধ্যেই সার্টিফিকেট তাঁরা হাতে পেয়ে যাবেন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

একটা সময় মতুয়াদের ভোটব্যাংকের সম্পূর্ণটাই প্রায় মুখ্যমন্ত্রীর হাতে ছিল। তবে, ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপির পক্ষে চলে গিয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনে যাতে এই ভোটব্যাংক বিজেপির পক্ষ থেকে, তার জন্য সচেষ্ট বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে মতুয়া ভোটব্যাংককে কাছে টানতে বিশেষ কৌশল মুখ্যমন্ত্রীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!