এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > বিজেপির সঙ্গে লড়তে গিয়ে এবার কি পুরো বামশিবিরই মিশতে চলেছে ঘাসফুলে? জল্পনা বিজেপি নেতার বক্তব্যে

বিজেপির সঙ্গে লড়তে গিয়ে এবার কি পুরো বামশিবিরই মিশতে চলেছে ঘাসফুলে? জল্পনা বিজেপি নেতার বক্তব্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে রাজনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কোন কিছু নেই। আজ যে শত্রু, কাল তার হাত ধরা যেতেই পারে। আবার আজকের মিত্র আগামী দিনে যে শত্রু হবে না, এমনও কোনো নিশ্চয়তা নেই। বারবার বাঁকবদল, পালাবদল রাজনীতির অঙ্গ। একটা সময় যে তৃণমূলের উত্থানে ধুলিস্যাৎ হয়ে ছিল চৌতিরিশ বছরের বাম শাসনের, আজ সে তৃণমূলের সঙ্গেই সখ্যতার সম্ভাবনা তৈরি হচ্ছে বামেদের। এই পরিস্থিতিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, আলিমুদ্দিনের এবার উড়বে তৃণমূলের পতাকা।

প্রসঙ্গত, ইতিপূর্বে সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেমূল তত্ত্ব একেবারেই ভুল ছিল। আসলে, বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃনমূল বিরোধিতার ঝাঁজ অনেকটা কমে এসেছে বাম নেতৃত্তের। পরিবর্তে বিজেপির দিকেই সম্পূর্ণ খড়গহস্ত। আর এবার স্বাধীনতা দিবসের দিনটিকে প্রথমবারের মতো উদযাপন করতে চলেছে বাম নেতৃত্ব। সেদিন আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে, জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি সিপিএমের সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকে জাতীয় পতাকা উত্তোলনের এই প্রস্তাব রেখেছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। তাঁর এই প্রস্তাব মেনে নিয়েছে দল। তাই ১৫ ই আগস্ট এর দিন আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। স্বাধীনতার ৭৫ তম বর্ষ এভাবেই পালন করতে চলেছে বাম শিবির। এরসাথে আপাতভাবে রাজনীতি সম্পর্কহীন মনে হলেও, বাস্তবে তা নয়।

আসলে, দেশ ভক্তির মত ইস্যুতে বিজেপির একাধিপত্য রোখার প্রস্তুতি নিয়েছে বামেরা। এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী জানিয়েছেন যে, দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদকে পুঁজি করে যে প্রভাব বিস্তার করেছে বিজেপি, তার পাল্টা হিসেবে এবার চ্যালেঞ্জ জানাতে চলেছে বামেরা। তাই স্বাধীনতা দিবসের দিনে আলিমুদ্দিনে জাতীয় পতাকা টাঙ্গানো হবে।

বামেদের এই উদ্যোগকে প্রবল কটাক্ষ করেছে রাজ্যের বিজেপি শিবির। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন যে, স্বাধীনতা দিবসের দিনে আলিমুদ্দিনের ছাদে জাতীয় পতাকা উড়বে। এর পাশাপাশি আলিমুদ্দিনের বারান্দায় তৃণমূলের পতাকা উড়বে। তিনি আরো জানান যে, অতীতে ১৫ ই আগস্ট নিয়ে বামেদের মধ্যে তিনি এতটা উৎসাহ কোনদিন দেখেননি। বামেদের কটাক্ষ করে তিনি জানালেন যে, বিজেপিই একমাত্র শত্রু, এই ধরনের একটি তত্ত্ব তৈরি করে তৃণমূলের কোলে এবার ঝাঁপিয়ে পড়তে চাইছে বামফ্রন্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!