এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সাংগঠনিক কাঠামোর সঙ্গে কি পরিচিত মমতা! আইনজীবীকে করা বিচারকের প্রশ্ন নিয়ে জল্পনা!

বিজেপির সাংগঠনিক কাঠামোর সঙ্গে কি পরিচিত মমতা! আইনজীবীকে করা বিচারকের প্রশ্ন নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনের দামামা যেদিন থেকে বেজেছিল, সেদিন থেকেই সকলের নজর ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। অবশেষে যতদিন যেতে শুরু করে, ততই হাইপ্রোফাইল কেন্দ্র হিসেবে মাথাচাড়া দিতে শুরু করে জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম। বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কে জয়লাভ করে, তার দিকে নজর ছিল সকলের।

অবশেষে বহু নাটকীয়তার পর প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন বলে জানানো হলেও, শেষ পর্যন্ত সেই আসনে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই সাংবাদিক বৈঠক করে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এরপর তৃণমূল নেত্রী বা তার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে নন্দীগ্রামের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তবে যে বিচারপতির এজলাস এই মামলা শুরু হওয়ার কথা ছিল, সেই বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূলের একাংশকে। শাসক দলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, বিভিন্ন সময় বিজেপির হয়ে নানা মামলা করেছেন বিচারপতি কৌশিক চন্দ। তাই তিনি যদি এই গুরুত্বপূর্ণ মামলার বিচার করেন, তাহলে তাতে প্রভাব সৃষ্টি হতে পারে। তাই নিরপেক্ষ বিচার করবার জন্য তাকে এই এজলাসের দায়িত্ব থেকে সরানো হোক।

যদিও বা শেষ পর্যন্ত সেই বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই যায় নন্দীগ্রাম মামলা। আর সেই মামলার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিজেপির পরিকাঠামো নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আর বিচারপতি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবিকে এই প্রশ্ন করছেন, তখন ভার্চুয়ালি সেই শুনানিতে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বস্তুত, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি অনুষ্ঠিত হয়। যেখানে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই শুনানি শুরু হয়। তবে এতদিন যেভাবে সেই বিচারপতিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তার ব্যাপারে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দেন কৌশিক চন্দ। তিনি বলেন, “আপনি বিজেপির দলীয় কাঠামো সম্পর্কে জানেন!” স্বাভাবিক ভাবেই বিচারপতি যখন এই প্রশ্ন করছেন, তখন ভার্চুয়ালি সেই শুনানিতে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

আর বিচারপতির এই প্রশ্নের জবাব দিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “আমি এই ব্যাপারে অনেক সচেতন। অধিভুক্ত পরিষদে বক্তৃতা করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমি যেতে আগ্রহ প্রকাশ করিনি।” আর এরপরেই বিজেপির শাখা হিসেবে অনেক মোর্চা থাকলেও, একটিমাত্র সেল রয়েছে বলে জানিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ। স্বভাবতই প্রথম দিনেই তিনি বিজেপির ঘনিষ্ঠ বলে মামলায় প্রভাব বিস্তার করতে পারেন, এমন নানা প্রশ্ন তোলা তৃণমূল কংগ্রেসকে কার্যত চাপে পড়লে দিলেন নন্দীগ্রাম মামলার বিচারপতি।

পর্যবেক্ষকদের মতে, স্বয়ং বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলে প্রথমেই বিচারব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সন্দেহ প্রকাশ খুব একটা ভালো চোখে নেননি নন্দীগ্রাম মামলার বিচারপতি কৌশিক চন্দ। তাই মামলার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার আইনজীবীর কাছে বিজেপির কাঠামো তিনি জানেন কিনা, সেই ব্যাপারে বড় প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি। আর বিচারপতির পক্ষ থেকে এই প্রশ্ন তোলার সাথে সাথে মনে করা হচ্ছে যে, আগামী দিনে নন্দীগ্রাম মামলায় আরও চাপে পড়ে যেতে পারেন তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!