এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির ষড়যন্ত্রের ফাঁস তৃণমূল মুখপাত্রের, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে

বিজেপির ষড়যন্ত্রের ফাঁস তৃণমূল মুখপাত্রের, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বিস্ফোরক অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে তৃণমূল ব্যাপকভাবে জয়ী হয়ে ক্ষমতা দখল করে আর তারপর থেকেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে, গেরুয়া শিবির বিভিন্নভাবে বাংলাকে আঘাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। তাঁর মতে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি। আর এবার তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য কুনাল ঘোষ এমন একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

তবে এই ভিডিও এখনো পর্যন্ত প্রিয় বন্ধু মিডিয়া যাচাই করে দেখেনি। বর্তমানে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। তার মাঝেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ একটি ভিডিও পোস্ট করলেন। সূত্রের খবর, এই ভিডিওতে দেখা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুভাষ সরকার নামক এক বিজেপি কর্মীক একটি ভয়ঙ্কর পরিকল্পনা করছে বাংলাকে বদনাম করার জন্য। জানা গেছে, দুই বিজেপি নেতা প্রবাসী বিজেপি সমর্থনকারী ভারতীয়দের দিয়ে বাংলার বিরুদ্ধে চিঠি লেখানোর ব্যবস্থা করছে। কিভাবে বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো যায় তা নিয়েই চলছিল আলোচনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভিডিওটির সত্যমিথ্যা প্রমাণ না হলেও যেভাবে ঘটনা সামনে এসেছে, তা অত্যন্ত অস্বস্তিজনক গেরুয়া শিবিরের পক্ষে। পাশাপাশি কুণাল ঘোষ এই ভিডিওটি তাঁর ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন এবং পুরো বিষয়টি পরিষ্কার করে জানিয়ে বলেছেন, বাংলার বিরুদ্ধে বিজেপি যে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে আর এর পেছনের একমাত্র কারণ বাংলার ক্ষমতা তাঁরা পায়নি। পাশাপাশি কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন উলেছেন, দলের আভ্যন্তরীণ ভার্চুয়াল মিটিং এর ফুটেজ কিভাবে বাইরে আসছে? উত্তরটাও তিনিই দিয়েছেন। তাঁর মতে, দলবদল করে যেভাবে এক নেতা বিজেপির মাথায় গিয়ে বসে বিভিন্ন পরিকল্পনা করছে এটা অনেকেই মেনে নিতে পারছেন না।

যথারীতি তাঁরাই এই ভিডিও ফুটেজ বাইরে বার করে দিয়েছেন। অন্যদিকে কুনাল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, প্রবাসী বাঙালিরাও তৃণমূলের পাশেই রয়েছেন। তাই বিজেপির এই আজগুবি গল্প কেউ বিশ্বাস করবেননা। খুব স্বাভাবিকভাবেই এই ভিডিওটি নিজের পেজে পোষ্ট করার পর বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছেন তাঁর কমেন্ট বক্সে। তবে এই ঘটনা নিয়ে যে রাজনৈতিক জলঘোলা শুরু হতে চলেছে তা অনস্বীকার্য। পাশাপাশি এখনো পর্যন্ত গেরুয়া শিবির এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া দেয়নি। আপাতত গেরুয়া শিবির এই ভিডিও ফুটেজের ধাক্কা কিভাবে সামলায় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!