এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির সর্বভারতীয় সভাপতিকে তীব্র কটাক্ষ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

বিজেপির সর্বভারতীয় সভাপতিকে তীব্র কটাক্ষ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা করা না হলেও, রাজ্যের নির্বাচনী লড়াই ইতিমধ্যেই যথেষ্টভাবে জমে উঠেছে। আর আগামী বিধানসভা নির্বাচনের লড়াই যে তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই হতে চলেছে, সে বিষয়ে একমত অনেকেই। আর এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ‘পেটুক জামাই’ বলে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে বারবার বহিরাগতের তকমা দিয়েছে রাজ্যে শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানিয়েছেন যে, তিনি হলেন বাংলার জামাই। কারণ, তাঁর স্ত্রী হলেন বাঙালি। রাজ্য থেকে তৃণমূল সরকার উচ্ছেদের হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। এবার জে পি নাড্ডাকে পেটুক জামাই বলে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল অনুব্রত মণ্ডলের গড়ে এসে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানালেন যে, রাজ্যের মাটিতে মাঝেমাঝেই পেটুক জামাই আসছেন। যেখানে-সেখানে পাত পেড়ে খেয়ে যাচ্ছেন তিনি। জামাইষষ্ঠীর দিন তিনি এলে না হয় কথা ছিল। জামাইষষ্ঠীতে তাঁকে ২১ পদ রান্না করে খাওয়াবেন বাংলার মা বোনেরা। কিন্তু তাঁর আগে এলে বাংলা থেকে তাঁকে হাতা খুন্তির শব্দ শুনতে হবে।

এরপর দিল্লির কৃষক আন্দোলন বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে, দেবী দুর্গাকে যারা অপমান করেছেন, তাদের যথাযথ উত্তর রাজ্যের মানুষই দেবেন। বিজেপি দেবী দুর্গাকে যে অপমান করেছে, সেই অপমান কেউ সহ্য করবেন না। তিনি আরও জানালেন যে, পাঁকে পদ্ম ফুটে থাকে, তাই কেউ কোনদিন চাইবেন না যে, আগামী দিনে বাংলা পাঁকে পরিণত হোক। বাংলায় কোনদিন পদ্ম ফুটবে না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!