এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সঙ্গে কি চুক্তি হয়েছে, ফাঁস করলেন শুভেন্দু!জেনে নিন

বিজেপির সঙ্গে কি চুক্তি হয়েছে, ফাঁস করলেন শুভেন্দু!জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পরেই তাকে মীরজাফর বলতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি তৃণমূলের অনেকে অভিযোগ করতে শুরু করেছিলেন, আসলে বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়ে পড়ার কারণে বাঁচার জন্য বিজেপিতে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি দুর্নীতির বেড়াজাল থেকে নিজেকে বেড় করবার জন্য বিজেপিতে আশ্রয় নিলেন তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন শীর্ষনেতা? অবশেষে কাঁথির সভা থেকে এই ব্যাপারে নিজের মত স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃনমুল বলছে আমার সঙ্গে নাকি বিজেপির ডিল হয়েছে। হ্যাঁ হয়েছে। ডিল হয়েছে প্রতি বছর এসএসসি পরীক্ষায় চাকরি হবে। ডিল হয়েছে টেট পাস করা প্রার্থীদের চাকরি হবে। ডিল হয়েছে ক্ষমতায় এলে রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হবে। ডিল হয়েছে কৃষক নিধি প্রকল্পে কৃষকরা মাসে 6000 টাকা করে পাবে। ডিল হয়েছে সুশাসন আসবে।”

অথাৎ তৃণমূলের পক্ষ থেকে তাকে নিয়ে যতই কটাক্ষ করা হোক না কেন, এদিনের মন্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় আসলে অবশ্যই সুশাসন আসবে। এক্ষেত্রে বিজেপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষদের উন্নয়ন করাই যে প্রধান লক্ষ্য, তাও তৃণমূলের কটাক্ষের জবাবে পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বলে মত বিশেষজ্ঞদের।

এদিকে আগামী 8 জানুয়ারি তিনি তাঁর শক্তি নন্দীগ্রামে দেখাবেন বলেও এদিনের সভা থেকে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দেড়জনের পার্টি। পিসি আর ভাইপো। 8 তারিখ শক্তি দেখাব নন্দীগ্রামে। আদর্শ নির্বাচন বিধি চালু হলে খেলা খেলব। পৌরসভা ভোট করার ক্ষমতা নেই রাজ্য সরকারের। শুনে রাখুন, দিদিমণি আপনি এবার দ্বিতীয় হবেন। ধর্মযুদ্ধে নেমেছি। এ লড়াই জিততে হবে।”

একাংশ বলছেন, তৃণমূলে থাকার সময়ে বিভিন্ন জায়গায় ঘাসফুল ফোটানোর দায়িত্বে ছিলেন এই শুভেন্দু অধিকারী। যে সমস্ত জায়গায় দল অসুবিধের মুখে পড়েছিল, সেখানে মুশকিল আসান হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সেই শুভেন্দু অধিকারী এখন তৃণমূলের প্রবল প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির অন্যতম সৈনিক।

বিজেপিতে নাম লেখানোর পর থেকেই তৃনমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছেন তিনি। আশংকা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীর হাত ধরে ভবিষ্যতে তৃণমূলের অনেক হেভিওয়েট গেরুয়া শিবিরে নাম লেখাবেন। আর এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিয়ত সেই শুভেন্দু অধিকারীকে “গদ্দার” এবং “মীরজাফর” বলে আক্রমণের রাস্তায় হাঁটতে শুরু করেছেন শাসক দলের নেতারা। এদিনের সভা থেকে তারই পাল্টা জবাব দিলেন শুভেন্দুবাবু বলে মত বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!