এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির সাথে সম্পর্ক ঠিক করতেই কি এবার এই বড় সিদ্ধান্ত নিলেন বৈশাখী, জোর জল্পনা

বিজেপির সাথে সম্পর্ক ঠিক করতেই কি এবার এই বড় সিদ্ধান্ত নিলেন বৈশাখী, জোর জল্পনা

ভাইফোঁটার দিন পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক সমীকরণের এক পরিবর্তনের চিত্র দেখেছে পশ্চিমবঙ্গবাসী তথা সমগ্র রাজনৈতিক দল। ভাতৃদ্বিতীয়ার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত হন। ঘটনাটি চমকপ্রদ বললেও কম বলা হবে। তবে ঘটনাটি নতুন রাজনৈতিক সমীকরণের দিকেই অঙ্গুলিহেলন করছে বলে মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই অনুমান কিছুটা স্পষ্ট হলো আজ রাজ্য সরকারের সিদ্ধান্তে।

ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের হাজির হওয়া নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। কিন্তু এদিন সমীকরণ আবার অন্য দিকে ঘুরে যায়‌ বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর সিদ্ধান্তে। শুক্রবার ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর মেয়ের জন্মদিন। জন্মদিনে আমন্ত্রণ জানান তিনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। অন্যদিকে আমন্ত্রণের কথা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ।

লোকসভা ভোটের পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মূলত মুকুল রায় ও দিলীপ ঘোষ তাঁদের দলে এনেছিল বলে মনে করা হয়। কিন্তু বিজেপিতে আসার পরেই শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে বিজেপি দলের অন্দরেও বিতর্ক শুরু হয়ে যায়। নতুন দলে শোভন-বৈশাখী কে কতটা গুরুত্ব পাবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এরই মধ্যে শোভন চট্টোপাধ্যায়ের ওপর থেকে নিরাপত্তা বলয় সরিয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু ভাইফোঁটার দিন এক অন্য ছবি উঠে এলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে। এদিন দুপুরে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় সোজা হাজির হন মুখ্যমন্ত্রীর বাসভবনে। আর সেখান থেকেই রাজনৈতিক জল্পনার আবার শুরু। সূত্রের খবর সমীকরণ ঠিকঠাক থাকলে হয়তো আগামী 7 নভেম্বর শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবার তৃণমূলে যোগদান করতে চলেছেন। আর সেই সংকেতকে আরও জোরদার করল রাজ্য সরকারের এদিনের সিদ্ধান্ত। শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য সরকার আবার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা প্রদান করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় অবশ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, হঠাৎ করে নিরাপত্তা তুলে নেওয়া এবং আবার পুনরায় ফিরিয়ে দেওয়া- পুরো ব্যাপারটা কেন করা হয়েছে, এটা একমাত্র তৃণমূল গোষ্ঠী বলতে পারবেন। তবে বিজেপির পক্ষ থেকে শোভন চট্টোপাধ্যায়কে নিরাপত্তা দেওয়া নিয়ে কোনদিনই কোন কথা হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে, শুক্রবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর মেয়ের জন্মদিন ছিল। সেখানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিমন্ত্রণ করা হয়। এ বিষয়ে দিলীপ ঘোষের কাছে জানতে চাইলে তিনি জানান, নিমন্ত্রণ তিনি পেয়েছেন, কিন্তু জগদ্ধাত্রী পুজো উদ্বোধনের কারণে সেই নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিজেপি সূত্রের খবর, শোভন ও বৈশাখীকে নিয়ে বিজেপি ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে তাঁদের কথাবার্তা চলছে। অন্যদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় মেয়ের জন্মদিনে দিলীপ ঘোষকে নিমন্ত্রণ করে কি প্রমাণ করতে চাইলেন যে, বিজেপির সঙ্গে এখনো তাঁর সদ্ভাব কোন অংশেই কমেনি!

অন্যদিকে, ভাইফোঁটার দিন দেখা গেছে শোভন-বৈশাখী পুরনো দলের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সামাজিকতার সম্পর্ক যথেষ্ট ভালো ভাবে ঝালিয়ে নিয়েছিলেন। আর তার পরবর্তীতে আজকে রাজ্য সরকারের তরফ থেকে শোভন চট্টোপাধ্যায় নিরাপত্তা বলয়ের উপহার পেলেন। তবে সমগ্র ঘটনায় রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন শুরু হয়েছে। আপাতত সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!