এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সভাপতি বদল নিয়ে ধুন্ধুমার! গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বে আঙুল উঠছে তৃণমূলের দিকে!

বিজেপির সভাপতি বদল নিয়ে ধুন্ধুমার! গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বে আঙুল উঠছে তৃণমূলের দিকে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের বিভিন্ন ঘটনা এই মুহূর্তে সবার জানা। সংবাদ শিরোনামে এই মুহূর্তে তৃণমূলের ব্যাপক অন্তর্দ্বন্দ্ব। কিন্তু গেরুয়া শিবিরও যে গোষ্ঠীদ্বন্দ্বে বিশেষ পিছনে নেই, তা বিভিন্ন ঘটনায় প্রকাশ পাচ্ছে। বিজেপির মন্ডল সভাপতি গঠন নিয়ে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। সেরকমই এবার রানাঘাটের জেলা বিজেপি দপ্তরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলো দলের মন্ডল সভাপতি পরিবর্তন করা নিয়ে।

বিজেপি দলীয় সূত্রে খবর, বুধবার দুপুরে রানাঘাট শহরের কোর্ট মোড়ের কাছে জেলা কার্যালয়ে কয়েকশো বিজেপি কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা নদিয়া দক্ষিণ জেলা সভাপতি অশোক চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগান দেয় বলে জানা গেছে। এই অবস্থায় দলের অনেকেই অফিস ছেড়ে অন্যত্র চলে যান বলে খবর। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দুটো নাগাদ কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকা থেকে কয়েকটি বাস এবং গাড়িতে রাণাঘাট কোর্ট মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির দপ্তরে বেশ কিছু কর্মী ভিড় করে।

এবং তাঁরা ক্ষোভ প্রকাশ করতে থাকে 37 নম্বর জেলা পরিষদ এলাকার সভাপতি রথীন মন্ডলকে সরিয়ে তাপস ঘোষকে সভাপতি করায়। অন্যদিকে রথীন মন্ডল এই মুহূর্তে পারিবারিক কারণে ব্যাঙ্গালোরে রয়েছেন। সেখানে থেকেই তিনি জানিয়েছেন, গত পয়লা জানুয়ারি তাঁকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবছর দুর্গাপুজার অষ্টমীর দিন তাঁকে সেই পদ থেকে বিনা কারণে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখনো জানেন না কেন তাকে সরানো হয়েছে। অন্যদিকে নবনিযুক্ত সভাপতি তাপস ঘোষ দাবি করেন, দলের অবস্থা এলাকায় বেশ কিছুদিন যাবৎ করুণ হয়ে গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি সভাপতির দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে এই বিক্ষোভের পেছনে মন্ডল সভাপতি তাপস ঘোষ তৃণমূলের হাত থাকার দাবি করেছেন। তিনি দাবি করেন, যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাঁদের মধ্যে অনেকেই তৃণমূল কর্মী ছিলেন। অন্যদিকে জানা যাচ্ছে, মন্ডল সভাপতি পরিবর্তন ঘিরে দলীয় কর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ জমে ছিল। এর আগেও বেশ কয়েকজন বিজেপি পার্টি অফিসে এসে বিক্ষোভ জানিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে জেলা সভাপতি অশোক চক্রবর্তী এবং কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস এদিন দলীয় অফিসে এসেছিলেন যখন বিক্ষোভকারীরা আসে।

তবে জেলা সভাপতি অশোক চক্রবর্তী অবশ্য বিক্ষোভের ঘটনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলেন, গৃহ সম্পর্ক কর্মসূচির জন্য 91 জন এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছিল ওই দিন দলীয় অফিসে। আর সেকারণেই বিভিন্ন জায়গা থেকে অনেক কর্মী এসেছিলেন। তাই গন্ডগোলের কথা যা বলা হচ্ছে তা পুরোপুরি ভ্রান্ত। অন্যদিকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, তাঁর সামনে কিছুই হয়নি। তবে তিনি জানান, জনপ্রিয় মণ্ডল সভাপতির বদল নিয়ে কিছু ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটেছে, তবে তা অপ্রীতিকর জায়গায় পৌঁছায় নি।

সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে মন্ডল সভাপতির পরিবর্তন ঘিরে এই মুহূর্তে রানাঘাট অঞ্চলে গণ্ডগোলের সূত্রপাত। প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে রানাঘাট অঞ্চল দখল করে বিজেপি। কিন্তু বিশেষজ্ঞদের মতে, যেভাবে বিজেপির মন্ডল সভাপতি বদল নিয়ে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, তাতে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপি বিপাকে পড়তে পারে, সংগঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ দিকে নজর দেওয়া বিশেষ জরুরী। তবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের নাম জড়ানোয় এই ঘটনা যে আলাদা মাত্রা পেয়েছে সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলের অনেকেই।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!