এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির শহীদ তর্পন নিয়ে তুলকালাম! মঞ্চ খুলে দিল পুলিশ, আসরে নামল বিজেপির শীর্ষ নেতৃত্ব

বিজেপির শহীদ তর্পন নিয়ে তুলকালাম! মঞ্চ খুলে দিল পুলিশ, আসরে নামল বিজেপির শীর্ষ নেতৃত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে বিরোধী দল বিজেপির দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে রাজ্যের বুকে। রাত পোহালেই মহালয়া। গঙ্গার ঘাটে তর্পণকারী ও পুরোহিতদের ভিড় দেখা যায় প্রতি বছর এই দিনে। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ অন্য চিত্র দেখা যাবে বলে মনে করা হচ্ছে। গেরুয়া শিবিরও গত বছর থেকে মহালয়ার দিন শহীদতর্পণ অনুষ্ঠান শুরু করেছে। এ বছর গেরুয়া শিবির থেকে ভিড়ের জন্য মহালয়ার আগের দিনটিকে বেছে নেওয়া হয়েছে শহীদ তর্পণ অনুষ্ঠানের জন্য।

মঙ্গলবার অনুষ্ঠানের মঞ্চ তৈরিও হয়ে যায় বাগবাজার ঘাটে। কিন্তু বাগবাজার ঘাটে পুলিশ এসে জানায়, পুলিশ অনুমতি দেয়নি এই অনুষ্ঠান করার এবং পুলিশের পক্ষ থেকে বিজেপির মঞ্চ খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়। এই নিয়ে শুরু বিজেপি শিবিরে চাঞ্চল্য। এর মধ্যেই বুধবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 32 জন বিজেপি কর্মীর পরিবার হাজির হয় বাগবাজার ঘাটে তর্পণের জন্য। কিন্তু সেখানে হাট ঘিরে রাখে পুলিশ যার ফলস্বরূপ তর্পণকারীরা সবাই দলীয় কার্যালয়ে পৌঁছায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বাগবাজার ঘাটে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মুকুল রায়, রাহুল সিনহা প্রমুখ নেতারা উপস্থিত থাকেন। সেখানে পুলিশ বাধা দেওয়ায় তাঁরা রাস্তার ওপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়। পুলিশের হাতে কয়েক জন গ্রেপ্তারও হন বলে খবর। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদার জানিয়েছেন, বাগবাজার ঘটে পুলিশ অনুষ্ঠানের অনুমতি না দিলেও গোলাবাড়ি ঘাটে তর্পণ অনুষ্ঠান হয়েছে।

অন্যদিকে এই ঘটনায় গেরুয়া শিবির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসনের ওপর। ইচ্ছাকৃতভাবে বিজেপিকে বাধা দিয়েছে প্রশাসন বলে উল্লেখ করে বিজেপির বিভিন্ন নেতারা। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, শহীদ দিবসের তর্পণে বাধা দিয়ে তৃণমূল-বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব অক্ষুন্ন রইল। এবং আগামী বেশ কিছুদিন এই ঘটনার রেশ থাকবে বলেই মনে করা হচ্ছে। এবং এই ঘটনা একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে গেরুয়া শিবির যে উল্লেখ করবে সে কথা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!