এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপির শক্ত ঘাঁটিতেও এবার বড়োসড়ো ভাঙন, তীব্র অস্বস্তি দলের অন্দরে

বিজেপির শক্ত ঘাঁটিতেও এবার বড়োসড়ো ভাঙন, তীব্র অস্বস্তি দলের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড়ের সাথে সাথেই শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরে ভাঙনের ঝড়। কার্যত একের পর এক জেলা থেকে ভাঙনের খবর সামনে আসছে। কখনো নন্দীগ্রাম, কখনো বসিরহাট, আর কখনো গাইঘাটা। কার্যত দলের এই ব্যাপক ভাঙন ক্রমশ গেরুয়া শিবিরের চিন্তার ভাঁজ চওড়া করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে রবিবার গাইঘাটার সুতিয়া অঞ্চল থেকে অন্তত 350 বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেছেন। খুব স্বাভাবিকভাবেই গাইঘাটায় এই ব্যাপক দলবদল গেরুয়া শিবিরের ভাঙন আরও চওড়া করেছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, রবিবার বিকেলে দলবদলকাররী প্রত্যেকের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ। অন্যদিকে প্রত্যেকে তৃণমূলে এসে দাবি করেছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর গোপাল শেঠ তীব্র কটাক্ষ করে গেরুয়া শিবিরকে ভাঁওতাবাজির দল বলে অভিহিত করেছেন। কার্যত তাঁদের সাথে এখন আর কেউ থাকতে পারছেননা বলেই তাঁদের দাবি। অন্যদিকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক দেবদাস মন্ডল জানিয়েছেন, হয়তো কুড়ি থেকে ত্রিশ জন মানুষ তৃণমূলে যোগদান করেছেন, তার বেশি নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে তিনি জানান, ভোটের আগে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। ভোট মিটতে তাঁরা আবার পুরনো দলে ফেরত যেতে শুরু করেছেন। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, ভয় দেখিয়ে এইভাবে যোগদান করানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন। প্রসঙ্গত, নন্দীগ্রাম থেকেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা সামনে এসেছে। অন্যদিকে বসিরহাটে মিছিল করে তৃণমূলের রক্তদান শিবিরে এসে দলবদল করেছেন বিজেপির একাধিক নেতা কর্মীরা। বসিরহাট দক্ষিণ বিধানসভা এতদিন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল।

কিন্তু যেভাবে জেলায় জেলায় ভাঙন শুরু হয়েছে, তাতে গেরুয়া শিবিরের সংগঠন যে ভেঙে পড়ছে, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। যদিও গেরুয়া শিবিরের অভিযোগের তীর শাসকদলের দিকেই। তাঁদের দাবি তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখিয়ে এভাবে দলবদল করানো হচ্ছে। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে যেমন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার ঢল নেমেছিল, ঠিক সেভাবেই ভোট মিটতে এবার উল্টো ছবি সামনে এসেছে। কার্যত তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। আপাতত সংগঠন গোছাতে পেরুয়া শিবির কি পদক্ষেপ গ্রহণ করে, সে দিকেই থাকছে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!