এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির শক্ত ঘাঁটিকে আবারো ঘাসফুলময় করতে আসরে খোদ অভিষেক, সাজো সাজো রব তৃণমূলের অন্দরে

বিজেপির শক্ত ঘাঁটিকে আবারো ঘাসফুলময় করতে আসরে খোদ অভিষেক, সাজো সাজো রব তৃণমূলের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে বহু চেষ্টা করেও জয়লাভ করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বিজেপির দখলে চলে গিয়েছিল এই আসন। সামনের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বিধানসভা আসন জয়লাভ করতে পরিকল্পনা এবং রণকৌশল ঠিক করছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর পথে পা বাড়িয়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন এক তৃণমূল বিধায়ক এবং তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করার পরই এবার সেই জেলায় পা রাখতে চলেছে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আগামী 7 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে এবার জেলা তৃণমূলের অন্দরমহলে তৈরি হয়েছে জোর তৎপরতা। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিয়ে গঙ্গারামপুরে তৃণমূলের জেলা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে আগামী 7 জানুয়ারি সভায় যাতে ব্যাপক পরিমাণে জনসমাগম করা যায়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

একাংশ বলছেন, সাম্প্রতিক কালে দক্ষিণ দিনাজপুর জেলার গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তাই এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এসে সেই গোষ্ঠী কোন্দল বন্ধ করার বার্তা দিতে পারেন। পাশাপাশি গোষ্ঠী কোন্দল মিটিয়ে নিয়ে বিজেপিকে কিভাবে কুপোকাত করা যাবে, তা নিয়েও তৃণমূলের অন্দরে প্রশ্ন তৈরি হয়েছে। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দাবি করেছেন জেলা তৃণমূলের নেতৃত্বরা।

একাংশ বলছেন, দক্ষিণ দিনাজপুর জেলার তিন নেতা নেত্রী শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে দলের মধ্যে ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে পারেন, এমন কেউ রয়েছে কিনা, তা খোঁজ করার প্রক্রিয়া চলছে। কেননা ভবিষ্যতে যদি তারা দলকে বিপাকে ফেলে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তা তৃণমূলের কাছে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আগে থেকেই সেই সমস্ত নেতাদের চিহ্নিত করে এবার পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে পারে জেলা নেতৃত্ব বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র, জেলা তৃণমূল নেতা বিপ্লব মিত্র এবং পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিন এই প্রসঙ্গে প্রশান্তবাবু বলেন, “সভায় প্রচুর মানুষের জমায়েত হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষদের কতগুলো গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ সুপার সমস্ত বিষয় দেখে রিপোর্ট তৈরি করবেন।”

এদিকে এই ব্যাপারে প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র বলেন, “ইতিমধ্যেই আমি নিজে সভাস্থল পরিদর্শন করেছি। আমরা সকলে মিলে অভিষেকের জনসভা সফল করব। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনকে আরও চাঙ্গা করতে হবে।” একইভাবে এই ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, “বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী 7 জানুয়ারি গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। বৃহস্পতিবার জেলা নেতৃত্ব এই কর্মসূচির আয়োজন নিয়ে বৈঠক করা হয়েছে। যাতে জনসভা সুষ্ঠুভাবে সফল করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গারামপুর স্টেডিয়ামে এক লক্ষ মানুষের জমায়েত হবে।”

বিশ্লেষকরা বলছেন, মূলত বিজেপিতে চলে যাওয়া শুভেন্দু অধিকারীর অনুগামীদের জবাব দিতে এবং দক্ষিণ দিনাজপুরের মাটিকে শক্ত করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরে যুবরাজের এই সফরকে কেন্দ্র করে এখন ব্যাপক তৎপরতা দেখা দিতে শুরু করেছে। এখন একদিকে দলের গোষ্ঠী কোন্দল বন্ধ করা এবং অন্যদিকে বিজেপিকে আটকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরের সভা থেকে কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!