এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে আসার আগেই শুভেন্দুকে নিয়ে দুভাগ মেদিনীপুর, বিজেপির অন্দরে বাড়ছে জল্পনা!

বিজেপিতে আসার আগেই শুভেন্দুকে নিয়ে দুভাগ মেদিনীপুর, বিজেপির অন্দরে বাড়ছে জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে ব্যাপক জল্পনা চলছে রাজ্যজুড়ে। অনেকেই বলছেন, তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন। আর শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে বিজেপির যে সমস্ত নেতারা এতদিন শুভেন্দুবাবুকে কটাক্ষ করেছিলেন, তারা কি অতি সহজে শুভেন্দুবাবুর যোগদান মেনে নেবে! এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

তবে অনেকে অবশ্য বলছেন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় জনপ্রিয় নেতা। তাই তাকে যদি বিজেপি নিজেদের দিকে নিয়ে যেতে পারে, তাহলে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসতে খুব একটা অসুবিধা হবে না। আর গেরুয়া শিবিরের একাংশ শুভেন্দু অধিকারীকে দলে চাইলেও, অপর অংশ যে তার বিরোধিতা করতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট হয়ে গেল। আর এবার শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের আগেই তাকে নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গেল মেদিনীপুরের বিজেপির অন্দরমহল।

এদিন তার ব্যাপারির শুভেন্দু অধিকারী দল না এলেও তাদের কোনো ক্ষতি নেই বলে জানিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতির সমিত দাস। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে দলে স্বাগত জানানোর জন্য সওয়াল করেছেন ঘাটালের বিজেপি সভানেত্রী অন্তরা ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই দুই নেতা নেত্রীর দুই ধরনের কথা এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এদিন এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি সমিত দাস বলেন, “দেখুন এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতিতে একটা গুঞ্জন চলছে। তিনি তৃণমূলে থাকবেন কিনা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি বড় নেতা। আমাদের মন বড়। আমাদের দলের দরজা আরো বড়। তিনি আসতে চাইলে তাকে আমরা স্বাগত জানাব। তবে না আসলেও তেমন কোন সমস্যা নেই। কেননা আমরা সারারাজ্যে আমাদের ক্ষমতায় গত লোকসভা নির্বাচনে 18 টি আসন পেয়েছি। তখন আমাদের সঙ্গে শুভেন্দু অধিকারী ছিলেন না। কাজেই তিনি না এলো আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের শক্তিতে লড়তে পারব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ব্যাপারে শুভেন্দু অধিকারীর বিজেপিতে আশা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন ঘাটাল বিজেপির সভানেত্রী অন্তরা ভট্টাচার্য। তিনি বলেন, “আমাদের দলে যত মানুষ আসবে ততই আমাদের দল বৃদ্ধি হবে। শুভেন্দু অধিকারী বড় নেতা। তিনি আসলে কোনো সমস্যা নেই। তবে তিনি আসতে চাইলে তাকে সেটা রাজ্য বিজেপি বা বিজেপি নেতৃত্বকে জানাতে হবে। তৃণমূলের দুজন প্রধান। একজন মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে আসতে চান, আমাদের কোনো আপত্তি নেই। তিনি আমাদের দলে এলে আমাদের দল বড় হবে।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী যদি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেনড় তাহলে বঙ্গ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হতে পারে। কেননা শুভেন্দু অধিকারীর হাতে প্রচুর জনপ্রতিনিধি এবং তৃণমূলের প্রচুর নেতাকর্মী তার সঙ্গে রয়েছেন। স্বাভাবিক ভাবেই তিনি যদি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তাহলে তার পথ অনুসরণ করে অনেকেই সেই সিদ্ধান্ত নেবেন। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে এই রকম ঘটনা ঘটলে দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। আর শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে বিজেপি লাভ করতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ না দিলেও যে তাদের কোনো ক্ষতি নেই, তা বুঝিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি।

তবে অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পক্ষে সওয়াল করতে দেখা গেল ঘাটালের বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্যকে। অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন কিনা, এই নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক তখনই হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে বিজেপির অন্দরে যে কিছুটা হলেও মতানৈক্য রয়েছে, তা পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে বিজেপিতে আবার নতুন করে সমস্যা তৈরি হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!