এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিতে বড়সড় রদবদল হতে চলেছে? তাই কি দিল্লি উড়ে গেলেন মুকুল দিলীপ ?

বিজেপিতে বড়সড় রদবদল হতে চলেছে? তাই কি দিল্লি উড়ে গেলেন মুকুল দিলীপ ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে গেরুয়া চাদরে মুড়ে দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিজেপি। বাংলাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। আবার, অল্প কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি কর্মী- সমর্থকদের উদ্বুদ্ধ করতে ও দলের সাংগঠনিক রূপ পর্যবেক্ষন করতে বঙ্গ সফরের পরিকল্পনা নিয়েছিলেন তিনি। এরপর তাঁর দিল্লি ফেরার পরেই রাজ্য বিজেপির বেশকিছু শীর্ষ নেতৃত্বকে দিল্লিতে তলব করা হলো। বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাকে সম্প্রতি দিল্লি গিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায় প্রমুখরা।

সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তলবেই দিল্লি গেছেন দিলীপ ঘোষ, মুকুল রায় প্রমুখরা। জানা গেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা চলতে পারে। আবার একাধিক পদে রদবদল সম্ভাবনাও আছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে, দলের সংগঠনকে মজবুত করতে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তবে, রদবদল ঘটলে কে কোন পদ লাভ করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায় নি। তবে, গতমাসে বিজেপির সংগঠনের কেন্দ্রীয় স্তরে একটা বড়োসড়ো রদবদল ঘটেছিল।

কেন্দ্রীয় স্তরে রদবদল ঘটায় সর্বভারতীয় পদপ্রাপ্তি ঘটে মুকুল রায়ের। তবে, পদ খুইয়ে দলের প্রতি ক্ষুব্ধ হন বিজেপি নেতা রাহুল সিনহা। আবার, তৃণমূল থেকে বিজেপিতে একটা বড় যোগদানের খবর ভেসে আসছে। যা নিয়ে চলছে নানা জল্পনা। এদিকে আগামী বিধানসভা নির্বাচনে ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেজন্য এখন থেকেই সর্বশক্তি দিয়ে কাজে নেমে পড়তে নির্দেশ দিয়েছেন বিজেপি নেতা কর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে সরকার গড়তে গেলে প্রয়োজন ১৪৮ টি বিধানসভা আসনের। এদিকে লোকসভা ভোটের নিরিখে দেখতে গেলে, রাজ্যের বেশকিছু বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে গিয়েছে। যা উদ্বুদ্ধ করেছে বিজেপি শিবিরকে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আত্মবিশ্বাস নিয়ে বসে থাকলে কাজ হবেনা। নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন যে, মানুষের কথা শুনতে, একেবারে মানুষের বাড়ি গিয়ে মাদুর পেতে বসে মানুষের অভাব অভিযোগের ব্যাপারে খোঁজখবর নিতে ও সমস্যা থাকলে সমস্যা সমাধানের চেষ্টা করতে।

এদিকে দুদিনের বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা পশ্চিমবঙ্গে বিজেপি আসার সম্ভাবনার কথা বলে দলের নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করলেন। সেইসঙ্গে শাসকদল তৃণমূলের এর প্রতি একাধিক বিষেদাগার করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, রাজ্যবাসীর কাছে প্রধানমন্ত্রীর দেয়া সব ধরনের সুবিধা পৌঁছাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না পশ্চিমবঙ্গের মানুষেরা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে সমস্ত সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে গেলে, তাঁর সরকারের ভিত নড়ে যাবে। রাজ্য সরকারের তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, মমতা সরকারের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!