এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে গিয়েও বিজেপির বিরুদ্ধাচারণের অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে

বিজেপিতে গিয়েও বিজেপির বিরুদ্ধাচারণের অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলবদলের পরেও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে তৃণমূলের পোস্ট বিজেপি নেত্রীর আর তাই নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র চাপানউতোর। বেশ কিছুদিন ধরেই রাজ্য জুড়ে চলছে ব্যাপক হারে দলবদল। আর সেই দলবদল সূত্রেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি। তবে খাতায়-কলমে গেরুয়া শিবিরের হলেও সামাজিক মাধ্যমে তিনি কিন্তু এখনও তৃণমূলের হয়েই রয়ে গেছেন। এই নিয়ে গেরুয়া শিবিরেও শুরু হয়েছে তীব্র গুঞ্জন। গেরুয়া শিবিরের অনেকেই অভিযোগ তুলেছেন, একজন বিধায়ক হয়ে এরকম ভুল কিভাবে করলেন বনশ্রী মাইতি!

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু দল বদল করার পর দুই সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত ফেসবুকে তিনি রয়ে গেছেন তৃণমূলে। ফেসবুকের ডিপি নিয়েই শুরু হয়েছে গন্ডগোল। আর এই ছবিকেই অস্ত্র করেই বর্তমানে বিরোধী এবং নেটিজেনদের মধ্যেই শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। ইন্টারনেটের যুগে প্রত্যেক নেতা-নেত্রী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ওয়াকিবহাল। অনেকেরই বিভিন্ন সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীও টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে নিজের দলের প্রচার করাই একমাত্র লক্ষ্য নেতা-নেত্রীদের।

বর্তমান বিজেপি নেত্রী বনশ্রী মাইতিরও একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পর টুইটার থেকে তৃণমূল এবং রাজ্য সরকারের পক্ষে যাবতীয় পোষ্ট তিনি মুছে দেন। কিন্তু ফেসবুক পেজে এখনো তিনি পুরনো দলের প্রচার পোস্টেই রয়ে গেছেন। কিছুদিন ধরেই ফেসবুকে দেখা যাচ্ছে বিজেপি থেকে নিজেকে সুরক্ষিত করার একটি পেজ। বনশ্রী মাইতির ফেসবুকে যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি তৃণমূলের উত্তরীয় গলায় করোজোরে দাড়িয়ে রয়েছেন এবং তার নিচে লেখা রয়েছে সেভ ফ্রম বিজেপি। বনশ্রী মাইতি 19 শে ডিসেম্বর বিজেপিতে যোগ দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার আগে 15 ই ডিসেম্বর টুইটারে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচিতে দুয়ারে সরকার নিয়েও তিনি প্রচার চালিয়েছিলেন। যথারীতি ফেসবুক পেজেও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও রাজ্য সরকারের কর্মসূচির প্রচার চালানো হয়েছিল। সেই সব পোস্টই রয়ে গেছে এখনো। আর এই নিয়েই তৃণমূলে একাধিক কর্মী-সমর্থকরা শুরু করেছে সমালোচনা। এ প্রসঙ্গে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ জানা জানিয়েছেন, বিধায়ক বনশ্রী মাইতি বিজেপিতে যোগদান করলেও তিনি এখনও মনেপ্রাণে রয়ে গিয়েছেন তৃণমূলে। তবে বনশ্রী মাইতি জানিয়েছেন, তাঁর ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট যিনি দেখভাল করেন তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিক করে দেওয়ার।

প্রসঙ্গত একদল থেকে অন্য দলে যোগ দিয়ে পূর্ব দলের পোস্ট মুছে দেওয়া নতুন কিছু নয়। সম্প্রতি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর নারদ স্টিং অপারেশনের ভিডিওটি মুছে দেওয়া হয়েছে। আর এই নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে বনশ্রী মাইতি দলবদল করার পরেও যেভাবে সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবির হইতে সাবধান রয়েছেন তৃণমূলের উত্তরীয় গলায়, তা দেখে কিন্তু গেরুয়া শিবিরের নেতা-বিধায়করা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল নেত্রী বনশ্রী মাইতি দলে থেকে বিরুদ্ধাচরণ করছেন বলে অভিযোগ করেছেন একদল। অবশ্য বিজেপির নেতা বিধায়কদের এহেন অভিযোগের ভিত্তিতে বনশ্রী মাইতি তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তড়িঘড়ি পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!