এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে গিয়েও কিছু দিনের মধ্যেই দলে প্রত্যাবর্তন হেভিওয়েট তৃণমূল নেত্রীর, বিস্মিত রাজনীতি মহল

বিজেপিতে গিয়েও কিছু দিনের মধ্যেই দলে প্রত্যাবর্তন হেভিওয়েট তৃণমূল নেত্রীর, বিস্মিত রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচন। নির্বাচনের শেষ প্রস্তুতি নিয়ে ফেলেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজ্যের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। তবে, এর মধ্যেও চলছে দলবদলের খেলা। এই আবহে গত ১৪ ই মার্চ রবিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূল নেত্রী সাথী বন্দ্যোপাধ্যায়। গতকাল ২১ সে মার্চ রবিবার বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরে এলেন তিনি।

গত ১৪ ই মার্চ রবিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন বিধান নগর পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তথা বিদায়ী তৃণমূল কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায়। কিন্তু, মাত্র এক সপ্তাহ পরেই গতকাল ২১ সে মার্চ রবিবার তিনি ফিরে এলেন তৃণমূলে। রাজ্যের মন্ত্রী তথা বিধান নগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুর নেতৃত্বে আবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলে প্রত্যাবর্তন করে তিনি জানালেন যে, কিছু মানুষের উপর রাগ করে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। গত সাতদিন ধরে ভালো করে তাঁর সেই ভুল তিনি বুঝতে পেরেছেন। তিনি জানালেন, গত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মানুষের জন্য কাজ করেছেন তিনি। তাই এখন সাম্প্রদায়িক দলের হয়ে তিনি কাজ করতে পারবেন না। তিনি যোগাযোগ করেছিলেন সুজিত বসুর সঙ্গে। যিনি তাঁকে দলে ফিরে আসার ও আগের মতো কাজ করার আহ্বান জানিয়েছিলেন। এরপর তৃণমূলে ফিরে এসেছেন তিনি।

তবে, গত ১৪ ই মার্চ কেন তিনি ছেড়ে দিয়েছিলেন তৃণমূল? জানা যায়, দলের ওপর যথেষ্ট ক্ষুব্দ হয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সাথী বন্দ্যোপাধ্যায়। গত ১৪ ই মার্চ বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নেতৃত্বে বিজেপির দলীয় সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। এরপর বিধান নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হাত ধরে দলে প্রত্যাবর্তন করলেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!