এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিস্ফোরক হিরণ, জেনে নিন

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিস্ফোরক হিরণ, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নানা জল্পনা-কল্পনার পর আজ অমিত শাহের সভা থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা বাংলা সিনেমা জগতের বিশিষ্ট অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আর তৃণমূল কংগ্রেস ছেড়ে তার বিজেপিতে যোগদানের কারণ নিয়ে এখন নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। বেশ কিছুদিন ধরেই তিনি গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর এবার পাকাপাকিভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন এই অভিনেতা।

তবে ঠিক কি কারণে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন, তার কারণ ব্যাখ্যা করলেন হিরণ চট্টোপাধ্যায়। যেখানে বাংলা থেকে লক্ষ্মী চলে গিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। স্বাভাবিক ভাবেই বিজেপিতে নাম লেখানোর সাথে সাথেই যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন হিরণ চট্টোপাধ্যায়, তাতে ঘাসফুল শিবির অনেকটাই অস্বস্তিতে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন তুমি হঠাৎ করে বিজেপিতে যোগদান করলে এদিন এই প্রসঙ্গে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বলেন, “আমি সাধারণ ঘরের ছেলে। সাধারণের দুঃখ কষ্ট বুঝি। আর রাজনীতি, সমাজ এবং সিস্টেম পরিবর্তনের বিরাট বড় হাতিয়ার। হাতে ক্ষমতা না থাকলে ক্ষমতার অপপ্রয়োগ আটকানো যাবে না। 2014 তে এই স্বপ্ন নিয়ে একটা দলে যোগ দিয়েছিলাম। ভেবেছিলাম অনেক কিছু হবে। বাংলার পরিবর্তন হবে। কিন্তু রাস্তায় শুধু নীল নীল সাদা রং ছাড়া আর কিছু হয়নি। হতাশ হয়েছি। এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে যোগ দিচ্ছি। উন্নয়নের জন্য সর্বভারতীয় দলকে ক্ষমতায় চাই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করা তার প্রধান লক্ষ্য বলেও দাবি করেন হিরণ চট্টোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তিনি তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যেই যে এই মন্তব্য করেছেন, সেই বিষয়টি কার্যত নিশ্চিত সকলের কাছে। অনেকে বলতে শুরু করেছেন, এককালে টলিউডের বিশিষ্ট মুখ নিয়ে তৎকালীন বাম সরকার নিয়ে অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টলিউডের একটা বিরাট অংশ এখন যোগ দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টিতে।

2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিশিষ্ট মানুষদের বিজেপিতে যোগদান ঘাসফুল শিবিরের কাছে কার্যত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনিতেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট রাজনীতিবিদরা গেরুয়া শিবিরে যোগদান করাতে এমনিতেই তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে।

তার মধ্যে বিশিষ্ট সমাজের মানুষেরা যদি এইভাবে বিজেপিতে নাম লেখাতে শুরু করেন, তাহলে আরও চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে বিজেপিতে যোগদান করে যেভাবে অলক্ষ্মী বিদায় তার প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিলেন হিরণ চট্টোপাধ্যায়, তাতে তৃণমূলের বিড়ম্বনা দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেল বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!