এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের এই সাংসদ

বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের এই সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হলো। এর মধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন মেদিনীপুরে। শুভেন্দু অধিকারির বাড়িতে রয়েছেন তিনি। তাঁর ঘনিষ্ট মহলে তিনি বিজেপিতে যোগদানের কথা জানিয়েছেন। ফলে, একটি বড়োসড়ো উইকেট পড়তে চলেছে তৃণমূলের। প্রসঙ্গত গত বুধবার পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি বৈঠক হয়েছিল, সাংসদের বাড়িতেই। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বৈঠকের পর তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হয়ে ওঠে।

এদিকে দলের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তিনি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদেরকে বিশ্বাস করে থাকেন, তাঁরাই দলের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। তিনি জানিয়েছিলেন যে, একজন তৃণমূল বিধায়ক ক্লাব থেকে টাকা তুলেছেন। কিন্তু আবার তাঁকে পদ দেয়া হয়েছে। তাই এই দলে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়ছে।

তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের ঘনিষ্ঠরা জানিয়েছেন যে, তাঁর আরো তিন বছর লোকসভার মেয়াদ রয়েছে। তিনি ভীত হননি। তাঁরা দাবি করেছেন যে, মানুষ তাঁর সঙ্গে আছে। তাই উপ নির্বাচন হলে আবার জয়লাভ করবেন তিনি। অন্যদিকে আজ মেদিনীপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের ১২ জন বিধায়ক। মেদিনীপুরে পৌঁছে এক তৃণমূল নেতা জানিয়েছেন যে, আজ আরো অনেকের বিজেপিতে যোগ দেওয়ার কথা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাদের মেদিনীপুরে আসতে বারবার বাধা দেয়া হয়েছে। ৩, ৪ টি গাড়ি বদল করে তবে মেদিনীপুরে তিনি পৌঁছাতে পেরেছেন। অন্যদিকে গতকাল ব্যারাকপুরে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত দলের সদস্য পদ ছেড়ে দিয়েছিলেন। এরপর তাঁর কার্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে, সেখানে স্বামী বিবেকানন্দের ছবি রাখা হয়েছিল। তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে। দলে টিম পিকের বাড়াবাড়ি তিনি কিছুতেই মেনে নিতে পারেন নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!