এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপিতে যোগ দিচ্ছেন শচীন পাইলট? হেভিওয়েট নেতার মন্তব্যে জল্পনা!

বিজেপিতে যোগ দিচ্ছেন শচীন পাইলট? হেভিওয়েট নেতার মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার কি ফের বড়সড় ধাক্কা মুখে পড়তে চলেছে জাতীয় কংগ্রেস? দেশের ক্ষমতা হারানোর পর থেকেই কার্যত অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে হাত শিবির। তবে বর্তমানে 2024 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংসদের ভেতরে এবং বাইরে বিজেপিকে চাপে রাখার চেষ্টা করছে কংগ্রেস। কিন্তু মাঝেমধ্যেই তাদের দলের অনেক হেভিওয়েট নেতা দলবদল করতে শুরু করেছেন। আর এবার শচীন পাইলটের মত হেভিওয়েট কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ল। যেখানে এক হেভিওয়েট বিজেপি নেতার পক্ষ থেকে এই কংগ্রেস নেতার প্রশংসা করতেই সেই গুঞ্জন আরও বৃদ্ধি পেতে শুরু করেছে।

সূত্রের খবর, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজস্থানের বিজেপি নেতা তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এপি আব্দুল্লাহকুট্টি। আর সেখানেই রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী কংগ্রেসের শচীন পাইলটকে নিয়ে একটি মন্তব্য করেন তিনি। আর হঠাৎ করেই হেভিওয়েট এই কংগ্রেস নেতার প্রশংসা শোনা যায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি গলায়। এদিন এই প্রসঙ্গে এপি আব্দুল্লাহকুট্টি বলেন, “শচীন পাইলট খুব ভালো নেতা। আমার মনে হয়, অদূর ভবিষ্যতে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।” আর এরপর থেকেই রীতিমতো শোরগোল পড়ে যায় সর্বত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নানা মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, এর আগেও এইরকম জল্পনার মাঝেই হঠাৎ করেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যুক্ত হয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যার ফলে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল হাত শিবির। আর এবার রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? একাংশের দাবি, যদি শচীন পাইলট বিজেপিতে যোগদান নাই করেন, তাহলে হঠাৎ করে বিজেপির পক্ষ থেকে এক হেভিওয়েট নেতা তার সম্পর্কে এই রকম মন্তব্য করবেন কেন? যদিও বা এই ব্যাপারে শচীন পাইলটের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে যে শোরগোল পড়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!