এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপিতে যোগ দিতে চলেছেন হেভিওয়েট মন্ত্রী, উত্তরবঙ্গে বাড়ছে জল্পনা!

বিজেপিতে যোগ দিতে চলেছেন হেভিওয়েট মন্ত্রী, উত্তরবঙ্গে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর প্রার্থী তালিকায় অনেকের নাম না থাকায় রীতিমত প্রকাশ্যে বিদ্রোহ দেখাতে শুরু করেছেন তৃণমূলের অনেক বিধায়ক। যা ঘাসফুল শিবিরের কাছে কাটার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই বিদ্রোহী নেতা থেকে শুরু করে বিধায়করা টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগদান করার জন্য তৎপরতা শুরু করে দিয়েছেন।

সোনালী গুহ থেকে শুরু করে শম্পা দরিপা, জটু লাহিড়ী থেকে শুরু করে দিপেন্দু বিশ্বাসের মত অনেক তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে তপনের  মতো তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা বিজেপিতে নাম লেখাতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ল। যার ফলে রীতিমত শোরগোল তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গে।

বলা বাহুল্য, সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, তপনে এবার প্রার্থী করা হচ্ছে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কুকে। আর তারপর থেকেই বাচ্চু হাসদা এবং তার অনুগামীরা আপত্তি পোষণ করতে শুরু করেন। আর এমত পরিস্থিতিতে এবার গেরুয়া শিবিরের নাম লেখাতে চলেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন বাচ্চুবাবু। সব কিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির হেস্টিংসের কার্যালয় থেকে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নিতে পারেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই এই বাচ্চু হাঁসদাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এক সময় খবরের শিরোনামে চলে এসেছিলেন তিনি। তাঁর প্রাসাদোতম বাড়ি নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছিল প্রশ্ন। স্বাভাবিক ভাবেই এরপরই দলের পক্ষ থেকে যেহুতু প্রশান্ত কিশোরের টিম সমস্ত কিছু দেখভাল করছেন, তাই তাকে আদৌ তপন বিধানসভার প্রার্থী করা হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে সেই সংশয়ে সীলমোহর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় তপন বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হয় কল্পনা কিস্কুকে।

আর তারপর থেকেই বাচ্চুবাবু দলের প্রতি নিষ্ঠা পোষণ করে কতটা কাজ করবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে হেভিওয়েট এই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর পক্ষ থেকে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগের খবর সামনে আসতেই তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!