এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে যোগ শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতার, গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা !

বিজেপিতে যোগ শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতার, গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ‘‘দলে আমাকে সম্মানের সঙ্গে কাজ করতে দেওয়া হচ্ছিল না। তাই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন আনতে বিজেপিতে গেলাম। বনগাঁকে রাজনৈতিক জঞ্জাল মুক্ত করবই।’’ গতকাল শুক্রবার দুপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে গৈরিক পতাকা হাতে নিয়ে এভাবেই তার পুরনো দল তৃণমূলের প্রতি ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল নেতা রতন ঘোষ। উত্তর ২৪ পরগনা জেলার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের পদে থাকা রতন ঘোষ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত। গত বুধবার তিনি খাদ্য কর্মাধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। জেলাশাসকের কাছে এর চিঠিও পাঠিয়েছিলেন সেদিন।

গত বুধবার বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভায় গড়হাজির ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি। পদত্যাগ করার পর তিনি মুখ্যমন্ত্রী ও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সে চিঠি ইতিমধ্যেই তৃণমূল ভবনে পৌঁছে গেছে, যে চিঠিতে দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাঁর অব্যাহতির কথা লেখা আছে।

চিঠিতে তৃণমূল নেতা রতন ঘোষ মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যে, দলের হয়ে তাঁকে কাজ করার সুযোগ দেবার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি অনুরোধ করেছেন যে, তার ইস্তফা পত্র দ্রুত গ্রহণ করতে। এভাবে তিনি কেন সমস্ত দলীয় পদ থেকে, এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিলেন? সে বিষয়ে তিনি কিছুই জানান নি। তবে সেদিন তিনি জানিয়েছিলেন যে, এখনই তিনি অন্য দলে যোগদান করছেন না। পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন সঠিক সময়ে।

এরপর, গতকাল শুক্রবার দুপুর বেলায় কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরে তাঁকে দেখা গেল। সেখানে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপি নেতা সায়ন্তন বসুর নেতৃত্বে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগদান করলেন তিনি। তারপরই হুংকার দিলেন তার পুরনো দলের প্রতি।

আপনার মতামত জানান -

তিনি যখন দলের সমস্ত পদ এমনকি প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিয়েছিলেন, তখনই তাঁর এই পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। দল, পদ ছেড়ে দেবার কারণ তিনি অজ্ঞাত রেখেছিলেন। কিন্তু তার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল যে, দলে তিনি গুরুত্ব পাচ্ছে না বলে, বেশ কিছুদিন ধরেই তিনি আক্ষেপ করেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হয়েও দলে তাঁর পদের যোগ্য মর্যাদা পাননি তিনি। এমনকি কয়েক মাস ধরে দলের বৈঠকের আমন্ত্রণ তিনি পাননি বলেও অভিযোগ করেছিলেন।

প্রসঙ্গত দলের একেবারে জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন রতন ঘোষ। তাঁর চেষ্টাতেই বনগায় তৃণমূলের ভিত শক্তিশালী হতে পেরেছিল। দল ছেড়ে দেবার পর তাঁর নামে পোস্টার দেখা যায় বনগাঁ শহর জুড়ে। বৃহস্পতিবার সকালে ত্রিকোণ পার্ক, প্রতাপগড়, বাটার মোড় সহ শহরের বিভিন্নস্থানে তাঁর ছবি দেওয়া পোস্টার দেখা গিয়েছিল। যেখানে লেখা ছিল ” আমরা দাদার অনুগামী, দাদা তোমার পথই আমাদের পথ।” ঘটনাটি নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল। এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছিলেন যে, তাঁর অনুগামী পরিচয় দিয়ে যারা পোস্টার দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ আছেন তিনি। আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে তিনি তাদের নিয়ে চলবেন বলেও জানিয়েছিলেন।

উত্তর ২৪ পরগনা জেলার এই হেভিওয়েট নেতার বিজেপিতে যোগদান জেলায় শাসক দল তৃণমূলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ যেভাবে তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন, তা লক্ষ্য করে অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, তবে কি শুভেন্দু অধিকারী তাঁর দলবল সহ এ পথেই হাঁটতে চলেছেন? এদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

https://www.youtube.com/watch?v=VK6-PmfTutg

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

https://www.youtube.com/watch?v=Ehewx1TYHk0

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!