এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে যোগদানের পর, আজ রোডশোয়ে নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

বিজেপিতে যোগদানের পর, আজ রোডশোয়ে নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বোলপুরে রোডশো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর রোডশোকে ঘিরে সাজ সাজ রব শহরজুড়ে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর রোডশোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোডশোর তুলনায় অধিক জনসমাগম হবে বলে দাবি করেছে তৃণমূল। অন্যদিকে আজ নন্দীগ্রামে রোডশো করতে আসছেন শুভেন্দু অধিকারী। যাকে ঘিরেও চলছে ব্যাপক প্রস্তুতি।

প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর আজ মঙ্গলবার তিনি প্রথম রোডশো করতে আসছেন নন্দীগ্রামে। এ সম্পর্কে তিনি জানিয়েছেন যে, আজকের এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। এর মধ্যে কোন রাজনৈতিক বিষয় নেই। আজ নন্দীগ্রামে বজরং দলের পদযাত্রায় অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম হলো তাঁর খাসতালুক। আজ সেখানেই রোডশোতে অংশগ্রহণ করছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজারের কাছে জানকীনাথ মন্দির পর্যন্ত রোডশোতে অংশগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজ জানকীনাথ মন্দিরে পুজো দিতে পারেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, আজ কোন রাজনৈতিক অনুষ্ঠানে নয়, একান্ত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসেছেন। রাজনৈতিক অনুষ্ঠানে নন্দীগ্রামে আসবেন তিনি আগামী ৮ ই জানুয়ারি। তিনি জানিয়েছেন যে, সেদিন শুধু নন্দীগ্রাম থেকে ১ লক্ষ মানুষ তার সভায় উপস্থিত হবেন। তবে অনেকেই মনে করছেন, আজ নন্দীগ্রাম থেকে পুরোনো দলকে কোন বিশেষ বার্তা দিতে পারেন তিনি।

এদিকে, আগামী ৭ ই জানুয়ারি নন্দীগ্রামে তাঁর জনসভার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর জনসভা পিছিয়ে দেওয়ার কথা জানায় শাসকদল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে, বিধায়ক অখিল গিরি করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে মুখ্যমন্ত্রীর জনসভা পিছিয়ে দেয়া হচ্ছে। ইতিপূর্বে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রীর জনসভার তুলনায় অধিক জমায়েত করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভার পরদিনই তিনি জনসভা করবেন। এবার, মুখ্যমন্ত্রীর সভার দিন পিছিয়ে দেওয়া হলেও, শুভেন্দু অধিকারী আগামী ৮ ই জানুয়ারি রাজনৈতিক সভা করতে চলেছেন নন্দীগ্রামে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!