এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপিতে কি স্থান মিলবে তৃণমূল ছেড়ে আসা জিতেন্দ্র তিওয়ারির? দলের অনেকেরই সায় নেই

বিজেপিতে কি স্থান মিলবে তৃণমূল ছেড়ে আসা জিতেন্দ্র তিওয়ারির? দলের অনেকেরই সায় নেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি তৃণমূল ছেড়ে দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এবার আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের জল্পনা বাড়ছে। এই পরিস্থিতি, জিতেন্দ্র তিওয়ারি যদি বিজেপিতে আসতে চান? তবে বিজেপি কি তাঁকে স্বাগত জানাবে? বিজেপির একাধিক নেতা-নেত্রী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তাঁকে দলে নিতে আপত্তির কথা জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু, আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল প্রমুখরা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সমর্থন জানালেন বাবুল সুপ্রিয়কে। তিনি জানালেন, ” তাঁর বুকে ইট মারা হয়েছিল, বাবুলের প্রতিক্রিয়া স্বাভাবিক “।

প্রসঙ্গত, কিছুদিন আগেই আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। গতকাল তিনি তৃণমূল দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন। এবার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র আপত্তির কথা জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ফেসবুকে একটি পোস্ট করে বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে, আসানসোলের তৃণমূল নেতাদের বিজেপিতে আনতে তিনি মধ্যস্থতা করছেন বলে যারা গুজব ছড়িয়েছেন, তারাই এখন বিজেপিতে আসার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন।

বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন যে, পূর্বে, বিজেপির লোকজনকে মারধর করেছেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের কর্মীরা মারধর করেছিল তাঁর নেতৃত্বেই। তাই তাঁকে কোনোভাবেই যাতে দলে নেওয়া না হয়। তার চেষ্টা তিনি চালাবেন। তাঁর এই বক্তব্যের জবাবে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন যে, বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। তৃণমূলের প্রধান হিসেবে অনেক কিছু করতে হয়েছিল তাঁকে। বাবুল সুপ্রিয় তাঁর নামে যা বলেছেন, তা ভুল নয়। বাবুল সুপ্রিয় অনুগামীরাও, তাঁর নামে অভিযোগ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি দলে নেবার ব্যাপারে তীব্র আপত্তির কথা জানালেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারিকে সমস্যার কথা জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বিজেপি জেলা সভাপতির ওপর হামলা চালিয়েছিলেন তিনি।

তাঁর সম্পর্কে সমস্ত রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হয়েছে। তাকে দলে নেওয়া হবে কিনা তাঁরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি দলে আমন্ত্রণ জানানো হবে কিনা? সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। এ কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক্ষেত্রে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এদিকে দল ছেড়ে দেবার পর তাঁর নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এ প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি জানালেন যে, আগে সরকার মনে করেছিল তাঁর জীবনের মূল্য আছে। এখন সরকার মনে করছে, তাঁর জীবনের কোন মূল্য নেই। এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার। তিনি আরো জানান যে, তিনি কলকাতায় যাচ্ছেন তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে। বিজেপিতে তিনি যোগদান করছেন না। তিনি আদালতে প্র্যাকটিস শুরু করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!