এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিতে মোহভঙ্গ! প্রভাবশালী নেত্রীর নেতৃত্বে মন্ত্রীর হাত ধরে ৫ হাজার কর্মীর যোগ তৃণমূলে!

বিজেপিতে মোহভঙ্গ! প্রভাবশালী নেত্রীর নেতৃত্বে মন্ত্রীর হাত ধরে ৫ হাজার কর্মীর যোগ তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজে মন দিয়েছে। আর এই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি অন্য দলের সদস্যদের ভাঙিয়ে নিয়ে গিয়ে নিজেদের দলের উদরপূর্তির কাজে ব্যস্ত হয়ে উঠেছে। আর অন্য দলের সদস্যদের নিয়ে নিজের দলভুক্ত করাতে এখনো পর্যন্ত সর্বাধিক সফল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। স্থানে স্থানে বিজেপি, সিপিএম ও কংগ্রেস দলের সদস্যদের তৃণমূল নিজ দলভুক্ত করাতে বিশেষভাবে সক্ষম হয়েছে। গত দু’সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে অন্যান্য বিরোধী দল মূলত বিজেপি থেকে তৃণমূলে যোগদানের এক মুখী স্রোত লক্ষ্য করা যাচ্ছে।

সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অঞ্চলে তৃণমূলের কিষান ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে বিজেপি, সিপিএম থেকে প্রায় ১০০ জনের বেশি সদস্য যোগদান করলেন শাসকদল তৃণমূলে। বিজেপি ও সিপিএম ছেড়ে আসা নব্য তৃণমূলীদের হাতে দলের পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল কিষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুর রহমান। একসঙ্গে শতাধিক ব্যক্তির শাসকদলের যোগদানের ফলে আনন্দিত হাবিবুর রহমান বলেছিলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই এঁরা তৃণমূলে যোগ দিলেন। মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়ন ঘটাতেই এঁরা বিরোধী শিবির ছেড়ে তৃণমূলের ছত্রছায়ায় এলেন।”

পূর্ব মেদিনীপুর জেলার পর এবার হাওড়া জেলায় দেখা গেল বিজেপি ছেড়ে তৃণমূলে আসার এক বিরাট স্রোত। গতকাল রবিবার হাওড়ায় বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৫০০০ বিজেপি কর্মী সমর্থক। হাওড়া জেলা তৃণমূল সদর কার্যালয় নিকটে গতকাল রবিবার সন্ধ্যায় চলল দলবদলের এই বিরাট অনুষ্ঠান। প্রসঙ্গত গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসা বিজেপি সদস্যদের মধ্যে মহিলা সদস্যদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত হাওড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অসংখ্য মহিলা কর্মী গত পৌরসভা নির্বাচনের বিজেপি প্রার্থী তারা বেগমের নেতৃত্বে তৃণমূল দলে যোগদান করলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি নবাগত তৃণমূল সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান ও সেই সঙ্গে রাজ্য সরকারের মন্ত্রী অরূপ রায়। এতজন বিজেপি সদস্যর তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানালেন,
” বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই এঁরা দল ছাড়লেন। এবার থেকে তৃণমূলের নীতি-আদর্শ ও শৃঙ্খলা মেনে এরা দল করবে। ”

অন্যদিকে সম্প্রতি হুগলি জেলার শ্রীরামপুর ১০০ জনেরও বেশি সিপিএম, বিজেপি কর্মী তাদের পূর্ব দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। তাদের এই যোগদানের অনুষ্ঠানে নেতৃত্ব দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত জন একসাথে তৃণমূলে যোগ দেওয়ায় হুগলি জেলার শ্রীরামপুরের যথেষ্ট শক্তি বৃদ্ধি ঘটেছে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!