এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপিতে যোগদানের পরেই হেভিওয়েট নেতার নামে খুনের হুমকি! ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বিজেপিতে যোগদানের পরেই হেভিওয়েট নেতার নামে খুনের হুমকি! ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলবদলের পালে হাওয়া লাগিয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য কিছুদিন আগেই যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। অরিন্দম ভট্টাচার্য মূলত কংগ্রেসে ছিলেন আগে। সেখান থেকে তিনি দলবদল করে তৃণমূলে আসেন এবং এবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তিনি গেরুয়া শিবিরে গেলেন। কিন্তু হঠাৎ করেই এদিন শান্তিপুরের বিভিন্ন দেওয়ালে বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি দিয়ে দেওয়াল লিখন দেখা গেল। আর এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীন অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে শান্তিপুর পুরসভার মুখ্য প্রশাসক অজয় দের চরম দ্বন্দ্ব দেখা যায়। তৃণমূল নেত্রীর নির্দেশেও সেই দ্বন্দ্ব মেটেনা।

যথারীতি অরিন্দম চক্রবর্তী দল ছাড়ায় রীতিমতো হাঁফ ছেড়েছে তৃণমূলের একাংশ। কিন্তু বিজেপিতে যাওয়ার পরেও অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি দেওয়ায় যথারীতি অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। শান্তিপুর এলাকার একাধিক জায়গায় গত 2 রা জানুয়ারি দলবদলকারী বিধায়কের নামে খুনের হুমকি দেখা যায়। মূলত, শুক্রবার সকালে বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুর এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাগদেবীপুর এলাকায় বিভিন্ন দেওয়ালে নীল কালি দিয়ে অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে অরিন্দম ভট্টাচার্য নিজে জানিয়েছেন, তাঁকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি দল ছেড়েছেন বলে প্রতিশোধমূলক এধরনের খুনের হুমকি আসছে।

যদিও এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর পুরসভার মুখ্য প্রশাসক অজয় দে। সে ক্ষেত্রে তিনি জানিয়েছেন, গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের একাংশ অরিন্দম ভট্টাচার্যকে মেনে নিতে পারছেনা। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই বিধায়কের নামে খুনের হুমকি দিয়ে দেওয়াল লিখন। অন্যদিকে বিধায়ককে খুনের হুমকি দিয়ে দেওয়াল লিখন প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না, তাই কোন মন্তব্য করবেন না। তবে তিনি জানান, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য দলে থাকতে পারছিলেন না বলে গেরুয়া শিবিরে এসেছেন। সেক্ষেত্রে দলে এসে আগে নিজেকে প্রমাণ করতে হবে। অন্যদিকে এই ঘটনায় অন্য তত্ত্বও উঠে আসছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অরিন্দম চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির একাংশ ক্ষোভে ফুঁসছেন। আর এর পেছনে রয়েছে 2018 সালের একটি ঘটনা। সেসময় বিজেপি বুথ সভাপতি বিপ্লব শিকদার খুন হন। তাঁর পরিবারের অভিযোগ, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নির্দেশেই এই খুন করা হয় বিপ্লব শিকদারকে। তাই অরিন্দম ভট্টাচার্যের গেরুয়া শিবিরে আগমন মোটেই মেনে নিতে পারছেননা গেরুয়া শিবিরের একাংশ। দিল্লিতে যখন বিজেপির দলীয় পতাকা হাতে নিচ্ছিলেন অরিন্দম ভট্টাচার্য, সেসময় খুন হওয়া বিজেপি কর্মী বিপ্লব শিকদারের ছেলে সুফল শিকদার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লাইভ করে ক্ষোভ উগরে দেন।

অন্যদিকে এই পরিস্থিতি সামনে আসতেই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন তৃণমূল শিবির থেকে যেভাবে নেতা-মন্ত্রীরা এসে গেরুয়া শিবিরে যোগদান করছেন তা কিন্তু বিজেপির বুথস্তরে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় সেই ঘটনা ধরাও পড়ছে। কিন্তু গেরুয়া শিবির কাউকেই ছাড়তে রাজি নন। সেক্ষেত্রে দলের ভিত দুর্বল হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি নিয়ে শুরু হয়েছে এলাকাজুড়ে চাঞ্চল্য। পরিস্থিতি কোনদিকে যায় সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!