এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে দফায় দফায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যার ফলে রাজ্যের দক্ষিণবঙ্গে বেশ কিছু স্থানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন গুরুগম্ভীর  তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ।   উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর তরফ থেকে সেইসঙ্গে বজায় থাকবে জলীয়বাষ্প জনিত অস্বস্তিকর আবহাওয়া । আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে । আজ রাতের দিকে  বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।

আগামী  শনিবার ও রবিবার কলকাতাসহ তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামীকাল কলকাতাতে 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস  সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ তার আশেপাশের জেলাতে । উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে । দার্জিলিং ,কালিম্পং ,  আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে এই এলাকাতে কমলা সর্তকতা জারি করা হয়েছে এবং মালদা , দুই দিনাজপুরে হালকা বৃষ্টির জেরে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস । শুক্রবারে উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে , মালদা এবং উত্তর দিনাজপুরে রয়েছে হলুদ সর্তকতা জারি পাশাপাশি আগামী শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  দক্ষিণের জেলা  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!