এখন পড়ছেন
হোম > অন্যান্য > ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো ফাঙ্গাসের পর এবার আতঙ্ক বাড়াচ্ছে আরও এক প্রাণঘাতী ফাঙ্গাস।

ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো ফাঙ্গাসের পর এবার আতঙ্ক বাড়াচ্ছে আরও এক প্রাণঘাতী ফাঙ্গাস।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন জর্জরিত দেশবাসী, সেই সময়ে দেশবাসীকে আর বিপদের মুখে ঠেলে দিতে উপস্থিত হয়েছে একাধিক প্রাণঘাতী ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট পাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাসের পর এবার আতঙ্ক বাড়াচ্ছে আরও একটি ফাঙ্গাস। যা হলো অ্যাসপারজিলাস। এই ছত্রাক বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এ থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে অ্যাসপারজিলোসিস। যা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্ল্যাক ফাঙ্গাসের মত অ্যাসপারজিলাস ততটা ভয়াবহ নয়। কিন্তু এর সংক্রমণ থেকে মৃত্যু ঘটার আশঙ্কা আছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর এই ফাঙ্গাসের সংক্রমনের আশংকার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গুজরাটের মোট আটজন মানুষের শরীরে গতকাল অ্যাসপারজিলাস ধরা পড়েছে। তাদেরকে গুজরাটের এসজি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরোদার জনৈক করোনা বিশেষজ্ঞ ডাক্তার শীতল মিস্ত্রি এ প্রসঙ্গে জানালেন যে, করোনার সংক্রমণ থেকে যারা সদ্য সুস্থ হয়ে উঠেছেন, অথবা করোনা আক্রান্ত হয়ে যাদের চিকিৎসা চলছে, তাদের মধ্যে এই ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে। তবে এই ছত্রাক ব্ল্যাক ফাঙ্গাসের মতো ততটা ভয়াবহ নয়। কিন্তু এর আক্রমণ থেকেও মৃত্যুর আশঙ্কা আছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ছত্রাক ততটা ভয়াবহ না হলেও, শরীর দুর্বল থাকলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাক শরীরে বাসা বাঁধে। যা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

করোনা সংক্রমণকালে এভাবে একাধিক ছত্রাকের সংক্রমণ বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কেন এতো ঘটছে ছত্রাকের সংক্রমণ? এ প্রসঙ্গে অনেকেই অভিযোগ করেছেন স্টেরয়েডের ব্যাপক ব্যবহারকে। অধিক স্টেরয়েডের ব্যবহার থেকে ছত্রাকের সংক্রমণ ছড়াতে পারে। আবার, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ব্যবহার থেকেও ছড়াতে পারে ছত্রাকের সংক্রমণ। এ বিষয়ে চিকিৎসকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্টেরয়েড সাধারণত জীবনদায়ী ওষুধ বলে বিবেচিত হলেও, এর অপরিমিত প্রয়োগ শরীরের জন্য বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে বলে, বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!