এখন পড়ছেন
হোম > জাতীয় > কাশ্মীরে ভয়ঙ্করতম জঙ্গি হামলায় কেঁপে গেল গোটা দেশ, তীব্র ক্ষোভের আঁচ কাশ্মীর থেকে কন্যাকুমারীতে

কাশ্মীরে ভয়ঙ্করতম জঙ্গি হামলায় কেঁপে গেল গোটা দেশ, তীব্র ক্ষোভের আঁচ কাশ্মীর থেকে কন্যাকুমারীতে


উরি হামলার ভয়ঙ্কর স্মৃতি এখনও মোছেনি দেশবাসীর মন থেকে। আর এরই মাঝে এবার ফের আরও একবার জওয়ানদের রক্তে ভাসল জম্মু-কাশ্মীরের মাটি। গতকাল দুপুর দুটো পনেরো মিনিটের সময় পুলওয়ামা জেলায় সব থেকে বড় জঙ্গি হামলার ঘটনায় শোকার্ত সকলেই। জানা গেছে, এদিন জওয়ানদের কনভয়ে প্রায় সাড়ে তিনশ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়েছিল। আর সেই বিস্ফোরকের বিস্ফোরণেই ৪০ কিলোমিটার দূর পর্যন্ত কেঁপে ওঠে গোটা এলাকা। এদিকে এই বিস্ফোরণের মাঝেই অন্য গাড়িগুলোকে লক্ষ্য করে রীতিমতো এলোপাথাড়ি গুলি চালাতে দেখা যায় সেই জঙ্গিদের।

আর এই ঘটনায় ইতিমধ্যেই ৪০ জন জন শহীদ হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি আরও ৪০ জন গুরুতর আক্রান্ত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এদিকে এই গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ। এদিকে এই হামলার পরই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফের ডিজি আর আর ভাটনগরকে একটি ফোন করেন। আর এর সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে যান কাশ্মীর পুলিশের আইজি জুলফিকার হাসান। এদিকে এই ভয়াবহ জঙ্গি হামলা এর আগে হয়নি বলে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে মন্তব্য করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই জঙ্গী হামলা নিয়ে ক্ষুব্ধ দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেন, “এমন কাপুরুষোচিত কাজকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমি রীতিমত হতবাক।” অন্যদিকে নিহত জওয়ানদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী অরুণ জেটলি। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার তীব্র নিন্দা করে শহীদ জাওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ট্যুইটে তিনি লিখেন, “আজ পুলওয়ামায় ৪০ জন জওয়ান শহীদ হয়েছেন। আমরা দেশের সাহসী জওয়ানদের স্যালুট এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এদিকে এই ঘটনার কড়া নিন্দা করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, “এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা করছি। আমি মৃতদের পরিবারকে সমবেদনা জানাই।” একইভাবে জওয়ানদের মৃত্যুতে কড়া সমালোচনা করেছেন পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও। সব মিলিয়ে কাশ্মীরে ভয়ংকর জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। আর একই সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত এবার কড়া পদক্ষেপ নিক – শান্তির বাণী নয়, বরং জঙ্গি দমনের পথেই হাঁটুক দেশ – এই বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। একইসঙ্গে শোক ও ক্ষোভের বারুদের উপর ভারতবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!