এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্লক কমিটি গঠনে বৈঠক তৃণমূলের! কোন কোন নেতার পদ গেল? জেনে নিন

ব্লক কমিটি গঠনে বৈঠক তৃণমূলের! কোন কোন নেতার পদ গেল? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি বিভিন্ন জেলায় তৃণমূল নেতৃত্ব নিজেদের সংগঠনকে শক্তিশালী করার জন্য নয়া কমিটি গঠন করেছে। আর জেলা কমিটি ঢেলে সাজানোর পর এবার ব্লক কমিটি গঠনের দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এই উদ্যোগ। ভালো এবং স্বচ্ছ মুখকে যাতে নেতৃত্বে স্থানে আনা যায়, তার জন্য নানা কৌশল গ্রহণ করা হচ্ছে। এবার পূর্ব বর্ধমান জেলা কমিটির তালিকার মত গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখল তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, সোমবার লকডাউনের দিন তৃণমূলের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। বিএনআর মোড়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে জেলা সভাপতি এবং দুই কো অর্ডিনেটর এই বৈঠকে বসেন। যেখানে যে সমস্ত ব্লক সভাপতিরা বাদ পড়তে চলেছেন, তাদের সংগঠনের বিভিন্ন জায়গায় জায়গা দেওয়ার কথা ভাবা হয়েছে। পাশাপাশি দুই একদিনের মধ্যেই জেলা কমিটি এবং ব্লক সভাপতির নাম ঘোষণা করার কথা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য গত 23 জুলাই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ব্যাপক পরিবর্তন আনে জিতেন্দ্র তিওয়ারি কে সভাপতি দেখে চেয়ারম্যান করা হয় মন্ত্রি মলয় ঘটকের এমনকি জেলা তৃণমূলের দুজন কো-অর্ডিনেটর নিয়োগ করা হয় আর তারপরে সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয় স্বাভাবিকভাবেই নতুন কমিটিতে কারা কারা জায়গা পাবেন তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এমনকি জেলার সাংগঠনিক পরিবর্তনের বেশ কিছু দিন পেরিয়ে গেলেও কেন জেলা কমিটি এবং ব্লক কমিটি গঠন হচ্ছে না, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন।

অবশেষে এই ব্যাপারে সোমবার বৈঠকে বসল জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু এই বৈঠক থেকে কি উঠে এল? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক বলেন, “জেলা কমিটি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রস্তাবিত নামের তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে।” আর এখানেই প্রশ্ন, তাহলে কি এবার স্বচ্ছ এবং ভালো মুখকে বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্ব স্থানে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেস?

নাকি সেই তালিকা তৈরিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসবে? এমনিতেই পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। সেদিক থেকে সেখানে যদি এই তালিকা তৈরির পর যদি আবার গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়, তাহলে বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে জেলা কমিটি এবং ব্লক কমিটি গঠনের তালিকায় কোন কোন নেতারা জায়গা পান এবং তার ফলে সংগঠন কতটা শক্তিশালী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!