এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ব্লক সভাপতিদের নাম ঘোষণায় দেরি, নিচুতলায় বাড়ছে ক্ষোভ! বিধানসভার আগে বাড়ছে অস্বস্তি !

ব্লক সভাপতিদের নাম ঘোষণায় দেরি, নিচুতলায় বাড়ছে ক্ষোভ! বিধানসভার আগে বাড়ছে অস্বস্তি !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই তৃনমূল বিভিন্ন জেলার সংগঠনে বদল আনতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলা নেতৃত্ব বদল করে জেলা কমিটি থেকে শুরু করে ব্লক কমিটি রাজ্য থেকে ঘোষণা করে দেওয়া হচ্ছে। হঠাৎ এত দিন জেলার নেতারা সেই ব্লক এবং শহর কমিটি ঘোষণা করলেও, তা নিয়েই তৃণমূলের অন্দরে মতানৈক্য তৈরি হতে দেখা গিয়েছিল। যার ফলে ভোটবাক্সে তার প্রভাব পড়তে শুরু করে। কিন্তু তা যাতে আর না হয় এবং দলের শীর্ষ স্তর থেকে এই তালিকা প্রকাশ করলে আর কেউ যে সেভাবে তার বিরোধিতা করতে পারবে না, তা অনুভব করেই এই পদ্ধতি প্রয়োগ করতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

একের পর এক বিভিন্ন জেলার জেলা কমিটি, ব্লক এবং শহর কমিটি ঘোষণা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কোচবিহার জেলা কমিটির ঘোষণা পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু আলিপুরদুয়ার জেলাতে কেন এখনও পর্যন্ত ব্লক কমিটি ঘোষণা করা হল না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সামনেই নির্বাচন। তার আগে দ্রুত যাতে সেই কমিটি ঘোষণা করা হয়, তার জন্য দাবি জানাতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। কেননা যতদিন যাচ্ছে, তত নির্বাচনের সময় এগিয়ে আসছে। নতুন ব্লক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দায়িত্ব পেলে সেভাবে নির্বাচনের আগে ঘর সাজাতে পারবেন না। তাই দ্রুত কমিটি গঠনের দাবি জানাচ্ছেন তৃণমূলের নেতৃত্বরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন আলিপুরদুয়ার জেলায় ব্লক কমিটি গঠন করতে এত দেরি হচ্ছে? জানা গেছে, এই জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক পরিমাণে রয়েছে। সেদিক থেকে বুঝে শুনেই কোন ব্লকে কাকে দায়িত্ব দেওয়া যায়, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। যার ফলে গোষ্ঠীদ্বন্দ্ব কমানোর জন্যই এই কমিটি গঠনে এত দেরি হচ্ছে বলে দাবি করছেন একাংশ। তবে অনেকে বলছেন, গোষ্ঠীদ্বন্দ্ব হলে তা নাম ঘোষণার পরেও হতে পারে। সেদিক থেকে নির্বাচনের যত আগে সেই নাম ঘোষণা করা হবে, তত সেই দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের কাজ শুরু করে দিতে পারবেন। তাই দেরি হলে আদতে তা তৃণমূলের পক্ষেই লোকসানের কারণ হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার কোন ব্লকে কে দায়িত্ব পাচ্ছে, তা নিয়ে জেলা তৃণমূলের অন্দরমহলে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। কিন্তু আর কত দেরি হবে ব্লক কমিটি ঘোষণা করতে? কবে ঘোষণা করা হবে কমিটি? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “এসব ভিত্তিহীন চর্চা। 10 তারিখের মধ্যে জেলার ব্লক সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সেজন্য কর্মীদের ধৈর্য ধরতে বলেছি। ব্লক সভাপতিদের নাম রাজ্য থেকে ঘোষণা করা হবে। তাই কারা ব্লক সভাপতি পদে আসছেন, তা আগাম বলা সম্ভব নয়।” সব মিলিয়ে এখন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে তৃণমূলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার কোন ব্লকে কাকে দায়িত্ব দেওয়া হয় এবং কবে ঘোষণা করা হয় কমিটি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!