এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > জীবনের শেষ সিনেমাতেও বাজিমাত? ‘ব্লকব্লাস্টার’ উপহার দিয়েই পৃথিবী থেকে চিরবিদায় সুশান্তের?

জীবনের শেষ সিনেমাতেও বাজিমাত? ‘ব্লকব্লাস্টার’ উপহার দিয়েই পৃথিবী থেকে চিরবিদায় সুশান্তের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –অবশেষে ২৪ সে জুলাই শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে, মুক্তি পেল সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’।গত ৬-ই জুলাই বিকেল চারটায় ইউটিউব ও টুইটারে মুক্তি পেয়েছিল এই ছবিটির ট্রেলার। মুক্তি পাবার ২৩ ঘন্টার মধ্যে ৫৮ লক্ষ লাইক পেয়ে যা বিশ্বরেকর্ড করে। সেইসঙ্গে ইউটিউবে এর ভিউ সংখ্যা পৌঁছায় ২ কোটি ৭৫ লক্ষে।

যা ইউটিউবে ইতিপূর্বে ৩৬ লক্ষ লাইক পাওয়া অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার ট্রেলার এর রেকর্ড অনায়াসে ভেঙে দিয়েছিল। গতকাল সন্ধ্যায় সাড়ে সাতটায় OTT প্ল‍্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ‘ দিল বেচারা’ ছবিটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হতে শুরু করে। ফিল্ম রিভিউ ওয়েবসাইট IMDb তে ৯.৮ রেটিং পেয়েছে এই ছবিটি । ১১.২৫ মিনিট পর্যন্ত IMDb তে পুরো ১০ রেটিং পেয়েছিল এই ছবিটি ।প্রিয় অভিনেতার শেষ ছবি দেখতে মুক্তি পাবার আগে থেকেই অনেকে হটস্টার খুলে ছবি দেখার অপেক্ষায় ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বহু মানুষ একসঙ্গে হটস্টার খোলায় তা ক্র্যাশ করে যায় । ফলে অনেকে ছবি ডেকে থেকে বঞ্চিত হন।যা নিয়ে অভিযোগে ভরে যায় টুইটার।জানা গেছে, এই ‘দিল বেচারা’ ছবির পরিচালক হনসল মেহতাও ছবিটি দেখতে গিয়ে সমস‍্যায় পরে যান হটস্টার ক্র‍্যাশের জন‍্য।এই ছবির প্লট নির্মিত হয়েছে কিজি বাসু ও ইমান্যুয়েল রাজকুমার জুনিয়রকে নিয়ে। থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত কিজি র সঙ্গে কলেজে বন্ধুত্ব গড়ে ওঠে কয়েক বছর আগে অস্টিওকারসোমায় আক্রান্ত হওয়া ইমান্যুয়েল এর। এই মরণ রোগে আক্রান্ত হয়েও ইমানুয়েল ছিল মজাদার মানুষ।

কিজি ও ইমান্যুয়েল এর বন্ধুত্ব যখন গভীর হতে যায়, তখনি তাতে বাঁধ সাধে কিজির ক্যান্সার। ইমান্যুয়েলকে কষ্ট না দিতে চেয়ে তার থেকে দূরে চলে যায় কিজি। কিন্তু কিজি তাকে দূরে চলে যেতে দে না। ট্রাজিক ছবিটি দেখতে দেখতে অনেক দর্শকের চোখ অশ্রুসিক্ত হয়।ছবির শেষ পরিণতি মেনে নিতে অনেকের কষ্ট হয়। আকাশের ঝরে যাওয়া তারার মতোই অভিনেতা সুশান্তের শেষ অসাধারণ অভিনয় মুগ্ধ করে দর্শকদের। সেই সঙ্গে তার অকালমৃত্যুও কষ্ট দেয় দর্শকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!